IPL 2025: প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য আজ গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলই ম্যাচে লড়াই চালায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তিনি বিতর্কিত রান আউট হওয়ার আগে সংগ্রহ করেন ৩৮ বলে ৭৬ রান। অন্যদিকে এরপর জস বাটলার দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ৩৭ বলে ৬৪ রানে ভর করে গুজরাট প্রথম ইনিংসে ২২৫ রানের লক্ষ্যমাত্রা দেয়।
Read More: Video: বিতর্কিত আউটে গর্জে উঠলেন শুভমান, আম্পায়ারদের সঙ্গে তার বিবাদের ভিডিও ভাইরাল !!
এই রান তাড়া করতে নেমে ব্যাট জ্বলে ওঠেন অভিষেক শর্মা। আজ তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৭৪ রান। কিন্তু আর কেউ হায়দ্রাবাদের হয়ে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। এর ফলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ রানে হারের সম্মুখীন হয়েছে অরেঞ্জ বাহিনী। এর সঙ্গেই প্যাট কামিন্সের দল সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে পড়েছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “হায়দ্রাবাদ দলের মালদ্বীপের ভ্রমণ পুরোপুরি নষ্ট হয়ে গেলো।”
“যতদিন যাচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে, অতি সন্যাসীতে গাজন নষ্ট”, হায়দ্রাবাদকে নিয়ে হতাশা প্রকাশ করছেন ক্রিকেট ভক্তরা। একজন কটাক্ষ করে লিখেছেন,“প্যাট কামিন্সরা মালদ্বীপের পর পরবর্তী ভ্রমণের জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন।” অন্যদিকে আজ মাঠের মধ্যেই শুভমান গিল বারবার আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন। এক ক্রিকেটপ্রেমী বিশেষটি উল্লেখ্য করে লিখেছেন, “আজ তোমার কী হয়ে হয়েছে শুভমান, আম্পায়ারদের ধরে পেটাবে নাকি?”