IPL 2025: বৃহস্পতিবার আইপিএলের মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। গত বছর টুর্নামেন্টের ফাইনালে হায়দ্রাবাদ নাইট বাহিনীদের বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল। অন্যদিকে এই বছর আইপিএলে এখনও পর্যন্ত প্যাট কামিন্স (Pat Cummins) রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৪৪ রানে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমর্থকদের হতাশ করেছে। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এখনও পর্যন্ত ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। অন্যদিকে ট্রাভিস হেডের (Travis Head) পারফর্মেন্সও নির্বাচকদের নজরে রয়েছে।
Read More: IPL 2025 KKR vs SRH: বাদের খাতায় রিঙ্কু সিং, হায়দ্রাবাদের বিরুদ্ধে রদবদল নাইটদের ওপেনিং জুটিতে !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ১৫
তারিখ- ০৩/০৪/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

ইডেন গার্ডেন্সের পিচে আইপিএলে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তবে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা অতিরিক্ত টার্ন পেতে পারেন। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সের পিচে আইপিএলের ৯৪ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৫৬ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। প্রথম ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৩৮ বার। ফলে টস জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন। উল্লেখ্য এই মাঠে শেষ আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৭৪ রান তাড়া করে সহজে জয় তুলে নিয়েছিল।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশের শক্তিশালী দিক-

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচে অনিকেত বর্মা (Aniket Verma) গুরুত্বপূর্ণ সময় ৪১ বলে ৭৪ রান সংগ্রহ করেছিলেন। এই ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ধারাবাহিকতা বজায় রেখে বড়ো ইনিংস গড়তে পারেন। অন্যদিকে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এখনও পর্যন্ত বড়ো ইনিংস খেলতে না পারলেও ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জিশান আনসারি (Zeeshan Ansari) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ সময় ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এই হায়দ্রাবাদের বোলারও ম্যাচের রং বদলে দিতে পারেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ-

ওপেনার: ট্রাভিস হেড, ঈশান কিষাণ
মিডল অর্ডার: নীতিশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা, হেনরিখ ক্লাসেন
ফিনিশার: অভিনব মনোহর, উয়ান মুল্ডার,
বোলার: প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি
উইকেটকিপার: হেনরিখ ক্লাসেন
ইম্প্যাক্ট প্লেয়ার: অ্যাডাম জাম্পা/ অভিষেক শর্মা