DC vs SRH: জয়ের রাস্তায় ফিরতে দুর্দান্ত পরিবর্তন একাদশে, মহম্মদ শামিকে বাদ দিয়েই নামছে হায়দ্রাবাদ !! 1

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করে টুর্নামেন্টের উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। ঈশান কিষাণের (Ishan Kishan) দূরন্ত শতরানের ভর করে প্রথম ইনিংসে ২৮৬ রান সংগ্রহ করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছে হায়দ্রাবাদ। ফলে রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে বোলিং বিভাগে বড়ো পরিবর্তন করতে পারেন কর্মকর্তারা। মহম্মদ শামি (Mohammed Shami) এখনও পর্যন্ত দলের হয়ে ৬ ওভারে ৭০ রান খরচ করে মাত্র ২ টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। ফলে একাদশে এই তারকা পেসারের বদলে জয়দেব উনাদকট (Jaydev Unadkat) একাদশে জায়গা পেতে পারেন। নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) পারফর্মেন্সে দিকেও অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) নজর রয়েছে।

Read More: IPL 2025 GT vs MI Stats Review: মুম্বইয়ের বিরুদ্ধে দাদাগিরি গুজরাতের, জমজমাট ম্যাচে তৈরি হলো ৭ নয়া রেকর্ড !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

DC vs SRH: জয়ের রাস্তায় ফিরতে দুর্দান্ত পরিবর্তন একাদশে, মহম্মদ শামিকে বাদ দিয়েই নামছে হায়দ্রাবাদ !! 2
Ishan Kishan | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালস (DC) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ১০

তারিখ- ৩০/০৩/২০২৫

ভেন্যু- এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম

সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)

এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

DC vs SRH: জয়ের রাস্তায় ফিরতে দুর্দান্ত পরিবর্তন একাদশে, মহম্মদ শামিকে বাদ দিয়েই নামছে হায়দ্রাবাদ !! 3
ACA-VDCA Cricket Stadium | Image: Getty Images

এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের বিশেষ সাহায্য করে থাকে। গত বছর এই মাঠে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে প্রথম ইনিংসে ২৭২ রান সংগ্রহ করে রেকর্ড তৈরি করেছিল। এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে বিশাখাপত্তনমের মাটিতে লখনউ সুপার জায়ান্টস বিপক্ষে মাঠে নামে। ম্যাচে লখনউয়ের দেওয়া ২১০ রান তাড়া করে দুর্দান্ত জয় তুলে নেয় দিল্লি। তবে এই মাঠের গড় স্কোর ১৬২। এখনও পর্যন্ত ১৬ টি আইপিএল ম্যাচ এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে যথাক্রমে ৮ করে ম্যাচ প্রথমে ব্যাটিং করা দল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে।

হায়দ্রাবাদের একাদশে শক্তিশালী দিক-

DC vs SRH: জয়ের রাস্তায় ফিরতে দুর্দান্ত পরিবর্তন একাদশে, মহম্মদ শামিকে বাদ দিয়েই নামছে হায়দ্রাবাদ !! 4
Travis Head | Image: Getty Images

হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে দুরন্ত শতরান করে ঈশান কিষাণ (Ishan Kishan) ইতিমধ্যে চমক দিয়েছেন। তবে ট্রাভিস হেড (Travis Head) প্রথম ম্যাচে ৩১ বলে ৬৭ রান করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ সময় ২৮ বলে ৪৭ রান করেছেন। গত বছর আইপিএলে তিনি ব্যাট হাতে একাধিক ম্যাচে রীতিমতো জ্বলে উঠেছিলেন। ফলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার কাছ থেকে বড়ো ইনিংস দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে যখন লখনউয়ের বিপক্ষে ১০-এর ওপর ইকোনমি রেটে বোলাররা বোলিং করছিলেন সেই সময় প্যাট কামিন্স (Pat Cummins) ৩ ওভারে ২৯ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। অধিনায়ক হিসেবে তার ওপর দায়িত্বও অনেকটাই। তাই দিল্লির বিপক্ষেও বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।

Also Read: RR vs CSK Match Preview: শক্তিশালী চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই রাজস্থানের, কে মারবে শেষ বাজি !!

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ-

DC vs SRH: জয়ের রাস্তায় ফিরতে দুর্দান্ত পরিবর্তন একাদশে, মহম্মদ শামিকে বাদ দিয়েই নামছে হায়দ্রাবাদ !! 5
SRH | Image: Getty Images

ওপেনার: ট্রাভিস হেড, অভিষেক শর্মা

মিডল অর্ডার: ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অভিনব মনোহর

ফিনিশার: হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা,

বোলার: প্যাট কামিন্স (অধিনায়ক), সিমারজিৎ সিং, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকট

উইকেটকিপার: ঈশান কিষাণ (উইকেটকিপার)

ইম্প্যাক্ট প্লেয়ার: অ্যাডম জাম্পা/ শচীন বেবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *