গুজরাটের বিপক্ষে হারের পরেও সুযোগ রয়েছে SRH'এর, এই সমীকরণে প্লে অফে পৌঁছাবে প্যাট কামিন্সরা !! 1

IPL 2025: আইপিএলের প্লে অফের লড়াই এখন জমে উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মতো দল শেষ চারের দৌড়ে এগিয়ে থাকলেও রাজস্থান রয়্যালস (RR) এবং চেন্নাই সুপার কিংস (CSK) বাদে প্রতিটি দলের কাছেই প্লে অফে পৌঁছানোর সুযোগ রয়েছে। গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) চলতি আইপিএলে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে। শেষ ম্যাচে তারা গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এইরকম পরিস্থিতিতে এখনও প্লে অফে এই জটিল সমীকরণের মধ্যে দিয়ে জায়গা করে নিতে পারে প্যাট কামিন্সের দল।

Read More: IPL 2025: “বলের সুতো খুলে নিয়েছে…” রবিবারের ইডেনে রাসেল ঝড়, জয়ের স্বপ্নে বিভোর নাইট সমর্থকেরা !!

প্লে অফের পৌঁছাতে পারে হায়দ্রাবাদ-

গুজরাটের বিপক্ষে হারের পরেও সুযোগ রয়েছে SRH'এর, এই সমীকরণে প্লে অফে পৌঁছাবে প্যাট কামিন্সরা !! 2
SRH | Images: Getty Images

সানরাইর্জাস হায়দ্রাবাদ (SRH) শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে অভিষেক শর্মার (Abhishek Sharma) ৪১ বলে ৭৪ রানে ভর করে লড়াই চালায় প্যাট কামিন্সের (Pat Cummins) দল। কিন্তু শেষ পর্যন্ত ৩৮ রানের হারের সম্মুখীন হয়েছে হায়দ্রাবাদ। ফলে ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে গত বছরের ফাইনালিস্টরা। তবে এখনও প্লে অফে পৌঁছানোর সুযোগ রয়েছে ট্রাভিস হেডদের কাছে। শেষ চারে পৌঁছাতে হলে বাকি চার ম্যাচেই জয় তুলে নিতে হবে এই দলটিকে। তাহলে হায়দ্রাবাদ ১৪ পয়েন্টে পৌঁছাবে। তখন শেষ চারে পৌঁছাতে গেলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে। সামনে রয়েছে দিল্লি ক্যাপিটালস (DC), কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং লখন‌উ সুপার জায়ান্টসের মতো কঠিন প্রতিপক্ষ। এই দলগুলির বিপক্ষে বড়ো ব্যবধানে জয় তুলে নিয়ে রান রেটের দিক থেকে এগিয়ে থাকলে হায়দ্রাবাদ প্লে অফে জায়গা করে নেবে। এই মুহূর্তে প্যাট কামিন্সের নেট রান রেট -১.১৯২।

হায়দ্রাবাদের যাত্রাপথ-

গুজরাটের বিপক্ষে হারের পরেও সুযোগ রয়েছে SRH'এর, এই সমীকরণে প্লে অফে পৌঁছাবে প্যাট কামিন্সরা !! 3
SRH | Images: Getty Images

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৪৪ রানে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তারপর পরপর ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে গতবারের ফাইনালিস্টরা। অন্যদিকে শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র ২ টি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। দলের হয়ে ব্যাট হাতে ট্রাভিস হেড (Travis Head) থেকে শুরু করে ঈশান কিষাণ (Ishan Kishan) একদমই পুরোনো ছন্দে নেই। হেড ১০ ম্যাচে সংগ্রহ করেছেন ২৮১ রান। অন্যদিকে দিকে ঈশান কিষাণের ব্যাট থেকে এসেছে ১০ ম্যাচে মাত্র ১৯৬ রান। এইরকম পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হায়দ্রাবাদ ৫ মে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামতে চলেছে।

Read Also: IPL 2025: ৬, ৬, ৬, ৬…ইডেনের বাইশ গজে রাসেলের তাণ্ডব, নাজেহাল দশা তীক্ষণা-মাধওয়ালদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *