IND vs AUS: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup)। আয়োজন ভারত ও শ্রীলঙ্কা। একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে খেলতে হবে ভারতের মেয়েদের। তাছাড়া সবক’টি ম্যাচই ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন তাঁরা। গত কয়েক মাসে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ঠিক আগে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চূড়ান্ত প্রস্তুতি সারতে চলেছে ‘উইমেন ইন ব্লু।’ আগামী ১৪, ১৭ ও ২০ সেপ্টেম্বর অ্যালিসা হিলি, অ্যানাবেল সাদারল্যান্ডদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। প্রথম দু’টি দ্বৈরথ আয়োজিত হবে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ ম্যাচটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামকে।
Read More: ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !!
নেতৃত্বে হরমনপ্রীত, ডেপুটি স্মৃতি-

গত মঙ্গলবার মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে পুরুষদের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। ঐ দিনই আরও একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন মহিলা দলের মুখ্য নির্বাচক নীতু ডেভিড ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। বিশ্বকাপের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) স্কোয়াডও ঘোষণা করেন তাঁরা। মিথালী রাজ অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় মহিলা দলের নেতৃত্বভার সামলাচ্ছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর নেতৃত্বে কমনওয়েলথ গেমস, টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে ‘উইমেন ইন ব্লু।’ কিন্তু বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এখনও পায় নি তারা। তীরে এসে বারবার ডুবেছে তরী। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ নিঃসন্দেহে মেটাতে চাইবেন বছর ৩৬-এর তারকা।
প্রত্যাশিতভাবেই সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। ভালো ফর্মে রয়েছেন বাম হাতি ওপেনার। সাম্প্রতিক সিরিজগুলিতে বড় রান পেয়েছেন তিনি। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য তাদের। স্মৃতির সাথে ইনিংসের সুচনায় দেখা যাবে প্রতীকা রাওয়াল’কে। প্রতিভার স্বাক্ষর ইতিমধ্যেই বাইশ গজে রেখেছেন তিনিও। আসন্ন টুর্নামেন্টেও আকাশছোঁয়া প্রত্যাশা থাকবে তাঁর কাছে। অফ ফর্মে থাকা শেফালী ভার্মা’কে রাখা হয় নি স্কোয়াডে। তবে তিনি যে নির্বাচকমণ্ডলীর রেডারে রয়েছেন তা জানিয়েছেন নীতু ডেভিড। দীপ্তি শর্মা, রাধা যাদবের মত অভিজ্ঞ ক্রিকেটারদেরও জায়গা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) ও বিশ্বকাপের স্কোয়াডে। অস্ট্রেলিয়া সিরিজে ভারতের জার্সিতে দেখা যাবে সায়ালি সাতঘড়েকে। তবে বিশ্বকাপে সুযোগ পান নি তিনি। তাঁর বদলে স্কোয়াডে ফিরবেন আমানজ্যোত কৌর।
IND vs AUS সিরিজের স্কোয়াড-
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হরলীন দেওল, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগস, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘড়ে, রাধা যাদব, শ্রী চরণি, স্নেহ রাণা।
বিশ্বকাপের স্কোয়াড-
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হরলীন দেওল, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগস, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমানজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, স্নেহ রাণা।
সৌরভের পরামর্শ চান রিচা-

অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) ও বিশ্বকাপের দলে বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ। শিলিগুড়ির তরুণীকে দেখা যাবে উইকেটরক্ষকের দস্তানা হাতে। ‘ফিনিশার’-এর ভূমিকায় ব্যাটিং-ও করবেন তিনি। বড় পরীক্ষায় নামার আগে বঙ্গ ক্রিকেটের ‘আইকন’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করতে চান রিচা (Richa Ghosh)। সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর অনেক সিনিয়র ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন। প্রশংসা করেছেন। তবে আমার ইচ্ছে একবার দাদার (সৌরভ) সঙ্গে কথা বলার। খুবই ব্যস্ত থাকেন জানি। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে একবার পরামর্শ নিতে চাই দাদার।” ২০০৩ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিলো সৌরভের ভারত। ভেঙেছিলো বাঙালির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রিচার হাত ধরে কি তা পূরণ হবে এবার? আশায় রাজ্যের ক্রিকেটমহল।