শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কম বয়সেই প্রভাব ফেলেছেন। ব্যাট হাতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। ফলে তার জনপ্রিয়তা বর্তমানে অনেক তারকাকেই পিছনে ফেলেছে। বর্তমানে চলতি অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ তারকা। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাকে দায়িত্বে নিয়ে আসায় সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই গিলের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন অধ্যায় শুরু করলেন বলে জল্পনা তৈরি হয়েছে।
Read More: ছাঁটাই হচ্ছেন শুভমান গিল, টেস্ট অধিনায়কের দায়িত্বে আসছেন রোহিত-বিরাটের প্রধান অস্ত্র !!
নতুন সম্পর্কে গিল-

বর্তমানে বিশ্ব ক্রিকেটে তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে শুভমান গিল দাপটের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন। আইপিএলের পর জাতীয় দলেও তার ধারাবাহিক পারফর্মেন্স জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। এর মধ্যেই একাধিকবার এই জনপ্রিয় তারকার সঙ্গে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) সম্পর্কের গুঞ্জন ক্রিকেট মহলে উঠে এসেছে।
সাম্প্রতিক সময় ইংল্যান্ড (India vs England Series) সফরে একটি সামাজিক অনুষ্ঠানে তাদের কাছাকাছি আসার ছবি ধরা পড়েছিল। এর মধ্যেই এবার ভারতীয় টেস্ট অধিনায়কের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর ফলে সারাকে দুঃখ দিয়ে গিল কি নতুন অধ্যায় শুরু করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে বিষয়টি সম্পূর্ণ একটি বিজ্ঞাপন ভিডিওর জন্য শুটিং করা হয়েছে। ভিডিওটিতে শুভমান সম্পূর্ণ বরের সাজে ধরা পড়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ-

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পার্থে ভারতীয় দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হয় ব্লু ব্রিগেডদের টপ অর্ডার। দীর্ঘদিন পর বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকা আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করে প্রভাব ফেলতে পারেননি। হিটম্যান ১১ রান করলেও কিং কোহলি শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক গিলও ভরসা দিতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত কেএল রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটিংয়ে ভর করে সন্মানজনক জায়গায় পৌঁছায় ব্লু ব্রিগেডরা। তবে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে অধিনায়ক মিচেল মার্শের (Mitchell Marsh) ব্যাটিংয়ে সহজ জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল অ্যাডিলেডে দ্বিতীয় ওডিআই ম্যাচে জয় তুলে নিতে হবে ভারতকে। গিল এই ম্যাচেও ব্যর্থ হলে তার ভূমিকা সমালোচনার মুখে পড়বে। ফলে তার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।