এশিয়া কাপ (Asia Cup 2025) মানেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে আলাদা আবেগ। ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে থাকে তুমুল উত্তেজনা। এবার, পেহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বেশ প্রভাব দেখা দিয়েছে। এমনকি, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মুখোমুখি না হওয়ার দাবিও জানিয়েছিল। তবে, সে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। ক্রিকেটের পাশাপশি, এবার হকিতেও শুরু হচ্ছে আরেকটি এশিয়া কাপের মহারণ। দুই ক্ষেত্রেই এশিয়ার সেরা দলগুলো এক মঞ্চে লড়াই করতে নামবে। ক্রিকেটে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারত যখন এশিয়া কাপের মঞ্চে নামতে প্রস্তুত। অন্যদিকে, হকিতেও ভারতীয় দল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য নামছে সবুজ ঘাসের ময়দানে।
এশিয়া কাপে মিলছে বিনামূল্যে প্রবেশাধিকার

ভারতে নয় বরং UAE’ তে বসতে চলেছে এশিয়া কাপ ২০২৫’এর আসর। যদিও, প্রথমে এশিয়া কাপ ক্রিকেটের আসর ভারতেই বসার কথা ছিল। তবে, সেটি পরে বদলে দেওয়া হয়েছে। তবে, হকি এশিয়া কাপ এবার ভারতের মাটিতেই বসতে চলেছে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হতে চলেছে হকি এশিয়া কাপ। আর এই হকি এশিয়া কাপের মঞ্চে বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা – এমনটাই জানিয়েছে ভারতীয় হকি ফেডারেশন। সূত্রের দাবি, ভক্তরা চাইলে TicketGenie.in অথবা হকি ইন্ডিয়া মোবাইল অ্যাপ থেকে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রক্রিয়া শেষ হলে তাদের একটি ভার্চুয়াল টিকিট দেওয়া হবে, যেটি মাঠে প্রবেশের জন্য যথেষ্ট। এটি নিঃসন্দেহে হকি প্রেমীদের জন্য দারুণ খবর।
Read More: সরে দাঁড়িয়েছে DREAM 11, টিম ইন্ডিয়ার স্পন্সর হওয়ার দৌড়ে এই প্রতিথযশা সংস্থা !!
অংশগ্রহণকারী দল ও টুর্নামেন্টের গুরুত্ব

এশিয়া কাপ হকিতে অংশ নেবে ৮টি দেশ—ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, বাংলাদেশ এবং চাইনিজ তাইপেই। ভারতে হকি এশিয়া কাপের আসর বসতে চলেছে যে কারণে পাকিস্তান দল এই এশিয়া কাপ টুর্নামেন্টের অংশ নয়। শুধু ট্রফি জয়ের জন্য নয়, এই টুর্নামেন্টের গুরুত্ব আরও বড়। কারণ এটি আসলে ২০২৬ সালের নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিতব্য হকি বিশ্বকাপের বাছাইপর্বের টুর্নামেন্ট।
ভারতকে রাখা হয়েছে পুল এ–তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, চীন এবং কাজাখস্তান। এই ম্যাচগুলো ভারতের ভাগ্য নির্ধারণ করবে বিশ্বকাপের মঞ্চে। ২০২৪’এর প্যারিস অলিম্পিকে ভারত হকিতে ব্রোঞ্জ পদক জয় করেছিল। ভারতীয় হকি দল বর্তমানে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান গেমস, প্রো লিগ ও অলিম্পিকে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছে তারা। বিশ্বকাপকে পাখির চোখ করতে আসন্ন এশিয়া কাপে সোনালী পদকের জন্য বেশ লড়াই চালাবে ভারতীয় হকি দল।