বৃষ্টিভেজা গাব্বা টেস্টের মাঝেই অবসরের ঘোষণা অধিনায়কের, স্তম্ভিত ক্রিকেটদুনিয়া !! 1

আজ থেকে শুরু হলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ (3rd Test Match)। ব্রিসবেনের গাব্বায় প্রথম দিনে বাজিমাত বৃষ্টির। আবহাওয়ার কারণে কার্যত পণ্ডই হলো খেলা। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ১৩.২ ওভার এগোনোর পর প্রবল বর্ষণের কারণে বন্ধ করে দিতে হয় ম্যাচ। আশা ছিলো যে তৃতীয় সেশনে দেখা যাবে ব্যাট ও বলের দ্বৈরথ। কিন্তু বিফলমনোরথ হয়েই ঘরে ফিরেছেন দর্শকেরা। দিনের শেষে অজিদের স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৮ রান। ব্রিসবেনের বৃষ্টি যখন দাঁড়াচ্ছে বাধা হয়ে, তখন ২৩৬৬ কিলোমিটার দূরে হ্যামিল্টনে অন্য এক টেস্ট ম্যাচে বাজছে বিদায়ের সুর। ইংল্যান্ডের বিপক্ষে কেরিয়ারের শেষ টেস্ট খেলছেন কিংবদন্তি টিম সাউদী (Tim Southee)।

Read More: IND vs AUS 3rd Test: বৃষ্টি কপাল পোড়ালো ভারতের, ব্রিসবেনে চাপের মুখে রোহিত শর্মা’র দল !!

শেষ টেস্ট ম্যাচ খেলছেন টিম সাউদী-

Trent Boult and Tim Southee | টেস্ট | Image: Getty Images
Tim Southee Bids Farewell to Test Cricket | Image: Getty Images

ভারতে এসে ভারতকে ০-৩ হোয়াইটওয়াশ করার পর দেশের মাঠে নিউজিল্যান্ডের নেমেছে ইংল্যান্ডের বিপক্ষে (NZ vs ENG Test)। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে সিরিজের প্রথম দুটি ম্যাচেই একপেশে জয় পেয়েছেন জো রুট (Joe Root), হ্যারি ব্রুক’রা (Harry Brook)। ঘরের মাঠে সিরিজ খোয়ানো ব্ল্যাক ক্যাপসরা আজ থেকে হ্যামিল্টনের মাঠে নেমেছে শেষ ম্যাচটি খেলতে। ফলাফল নির্ণয়ে এই ম্যাচের বিশেষ কোনো গুরুত্ব না থাকলেও কিউই ক্রিকেটপ্রেমীদের কাছে হ্যামিলটন টেস্টটির গুরুত্ব অপরিসীম। এই ম্যাচ দিয়েই লাল বলের ফর্ম্যাটকে চিরবিদায় জানাতে চলেছেন কিংবদন্তি পেসার টিম সাউদী (Tim Southee)। সিরিজ শুরুর আগেই তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন অবসরের কথা। শেষের সেদিন অবশেষে এসেই পড়লো আজ।

হ্যামিল্টনের মাঠে টসে জিতে প্রথমে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়ং-এর ওপেনিং জুটি ১০৫ রান যোগ করে স্কোরবোর্ডে। ৬৩ করে ল্যাথাম ও ৪২ করে ফেরেন ইয়ং। এরপর ৪৪ রান করে বোল্ড হন কেন উইলিয়ামসন (Kane Williamson)। রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলরা রান না পেলেও লোয়ার অর্ডারে ব্যাট হাতে নজর কাড়েন মিচেল স্যান্টনার। বাম হাতি অফস্পিনার আজ অপরাজিত রয়েছেন ৫৪ বলে ৫০ রান করে। কেরিয়ারের শেষ টেস্টে ঝোড়ো ব্যাটিং সাউদীরও (Tim Southee)। তিনি মাত্র ১০ বলে ১টি চার ও ৩ ছক্কার সাহায্যে করেন ২৩। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩১৫। স্যান্টনারের সাথে ক্রিজে রয়েছেন উইলিয়াম ও রোর্ক।

টিম সাউদী’র কেরিয়ার পরিসংখ্যান-

Tim Southee and Tom Latham | Image: Getty Images
Tim Southee and Tom Latham | Image: Getty Images

নেপিয়ারের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জার্নি শুরু করেছিলেন টিম সাউদী (Tim Southee)। ১০৭তম টেস্ট খেলে দাঁড়ি টানছেন কেরিয়ারে। নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট খেলিয়ে ক্রিকেটার তিনি। সামনে কেবল রস টেলর, ড্যানিয়েল ভেত্তরি (১১২) ও স্টিফেন ফ্লেমিং (১১১)। কেরিয়ারের শেষ টেস্টে এখনও বোলিং করেন নি সাউদী (Tim Southee)। আপাতত তাঁর ঝুলিতে উইকেট সংখ্যা ৩৮৯। বোলিং গড় ৩০.২১। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৫ বার। ব্যাট হাতে মাঝেমধ্যেই কার্যকরী ক্যামিও ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে। ১৫.৫৮ গড়ে ঝুলিতে ২২৪৩ রান। অর্ধশতক ৭টি। লাল বলের ফর্ম্যাটে ৯৮টি ছক্কা মেরেছেন তিনি। সংখ্যার নিরিখে যা শচীন, কোহলি, স্মিথ, দ্রাবিড়দের থেকেও অনেক বেশী। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁতে পারেন কিনা নজর থাকবে সেদিকে।

Also Read: IND vs AUS 3rd Test Stats Preview: নজির গড়ার হাতছানি কোহলি- কামিন্সদের সামনে, গাব্বার মাঠে তৈরি হতে পারে ১০টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *