W,W,W,W,W,W..মাত্র ১৩ রানে অলআউট প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকার দলের অবিশ্বাস্য পারফর্মেন্সে নতুন রেকর্ড !! 1

গত কয়েক বছরে মহিলা ক্রিকেট বিশ্ব মঞ্চে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে ওডিআই বিশ্বকাপে (Women ODI WC 2025) দুরন্ত লড়াই করছে মহিলা তারকারা। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করছে ভারত। বিশ্বকাপে ব্লু ব্রিগেডদের সঙ্গে টক্কর দিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া মহিলা দল একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে চলেছে। ফলে জমে উঠেছে ক্রিকেটের লড়াই। আজ এখানে মহিলাদের বিশ্বকাপে ঘটা অবিশ্বাস্য একটি ম্যাচ নিয়ে আলোচনা করা হলো। এই ম্যাচে নতুন রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল (South Africa Women Cricket Team)।

Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!

প্রোটিয়াদের অবিশ্বাস্য রেকর্ড-

W,W,W,W,W,W..মাত্র ১৩ রানে অলআউট প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকার দলের অবিশ্বাস্য পারফর্মেন্সে নতুন রেকর্ড !! 2
South Africa W vs Bermuda W | Images: Getty Images

দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। তারা ২০০৭/০৮ সালের বিশ্বকাপের বাছাইপর্বে বারমুডা দলের বিপক্ষে এক ঐতিহাসিক রেকর্ড করে হইচই ফেলে দিয়েছিল। ম্যাচে বারমুডার মহিলারা ব্যাটিং করতে নেমে বিপক্ষ দলের বোলিং আক্রমণের সামনে বিপর্যয়ের মুখে পড়ে যায়। তাদের মাত্র ৩ জন ব্যাটার যথাক্রমে প্রতিজন ১ রান করে সংগ্রহ করতে সক্ষম হয়। খাতা না খুলেই ড্রেসিংরুমের উদ্দেশ্যে হাঁটা লাগায় ৮ জন ক্রিকেটার।

দলগতভাবে তিন রান এবং অতিরিক্ত ১০ রানের সঙ্গে ১৮ ওভারে ১৩ রান করে অল আউট হয়ে যায় বারমুডা। দক্ষিণ আফ্রিকার হয়ে সুনেট লাউবসার (Sunette Laubser) একাই ৪ ওভারে ৩ রান খরচ করে ৬ টি উইকেট সংগ্রহ করেন। এই রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা ০.৪ ওভারেই জয় ছিনিয়ে নিয়ে নতুন রেকর্ড রচনা করে। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৩ বার ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলেও একবার‌ও তারা ট্রফি জয় করতে পারেনি।

দুরন্ত ফর্মে প্রোটিয়ারা-

W,W,W,W,W,W..মাত্র ১৩ রানে অলআউট প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকার দলের অবিশ্বাস্য পারফর্মেন্সে নতুন রেকর্ড !! 3
SA W vs IND W | Images: Getty Images

এই বছর মহিলাদের বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে সাউথ আফ্রিকা। তবে শুরুটা তাদের হতাশাজনক হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রোটিয়ারা ইংল্যান্ডের (SA w vs ENG W Match) বিপক্ষে মাঠে নামে। ম্যাচের প্রথম ইনিংসে ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। এই রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে ইংলিশ বাহিনী প্রয়োজনীয়রা সংগ্রহ করে ১০ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তবে এরপর দক্ষিণ আফ্রিকা ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

ভারতীয় দল রিচা ঘোষের (Richa Ghosh) করা ৯৪ রানে ভর করে ২৫২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে তারা।

Read Also: এক সিরিজেই বদলে যাবে ভারতের অধিনায়ক, শুভমান গিল হারাবেন পদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *