WCL শিরোপা জিতেই 'নৌকা বাইচ' সেলিব্রেশনে মাতলেন ডিভিলিয়ার্সরা, ভাইরাল ভিডিও !! 1

এবি ডি ভিলিয়ার্স (Ab De Villiers) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের (WCL) দ্বিতীয় সংস্করণে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নদের ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন দের পরাস্ত করেছে। মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন ডি ভিলিয়ার্স গতকাল ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয় সুনিশ্চিত করে নিয়েছে। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পর দক্ষিণ আফ্রিকার সেলিব্রেশন ভিডিও সমাজ মাধ্যমে বেআহ ভাইরাল হয়েছে।

দুরন্ত ছন্দ বজায় রাখলেন ডি ভিলিয়ার্স

Wcl
AB De Villiers | Image: Teitter

মেগা ফাইনালে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ১৯৫ রান বানিয়ে ফেলে। পাকিস্তানের হয়ে ওপেনার শারজিল খান ৪৪ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাছাড়া, উমর আমিন ১৯ বলে ৩৬ রানের দুরন্ত একটি ফিনিশিং নক খেলেন। যার জবাবে ব্যাটিং করতে এসে দক্ষিণ আফ্রিকা প্রথম ৬ ওভারেই ৭২ রানে পৌঁছে গিয়েছিল। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। তবে, পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলের বলে হাশিম আমলা ব্যক্তিগত ১৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরিয়ে ছিলেন। আমলা আউট হলেও এদিন ফাইনালে আটকানো যায়নি এবি ডি ভিলিয়ার্সকে। জেপি ডুমিনির সঙ্গে ম্যাচ উইনিং ইনিংস খেলেন প্রোটিয়া অধিনায়ক।

Read More: “এক বছর মাঠে নামতে পারবে না..”, জসপ্রীত বুমরাহকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন গ্লেন ম্যাকগ্রা !!

৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন এবিডি। তিনি তাঁর ইনিংসে ১২টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। অন্যদিকে, জেপি ডুমিনির নামের পাশে অপরাজিত ২৮ বলে ৫০ রান। তিনিও ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ১৯ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। মেগা ফাইনালে সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স এবং এই WCL টুর্নামেন্টের সেরাও তিনি হয়েছেন। অস্ট্রালিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর পাকিস্তানের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকালেন এবি।

ভাইরাল নৃত্যে মাতলো দক্ষিণ আফ্রিকা দল

Wcl
South Africa Team | Image: Twitter

চ্যাম্পিয়নশিপ জেতার পর প্রোটিয়াদের উদযাপন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হোর্ডিংয়ের আগে দাঁড়িয়েছিলেন প্রোটিয়া অলরাউন্ডার ওয়েন পার্নেল। তাছাড়া বাকি সতীর্থরাও তার পিছনে ছিলেন, যখন তিনি ভাইরাল নৃত্যের ধাপগুলি পরিবেশন করেছিলেন। আর তার সতীর্থরা তার পিছনে নৌকা চালানোর নকল করছিল। ইন্দোনেশিয়ার পাকু জালুর উৎসবে অনুষ্ঠিত নৌকা দৌড়ের সময় একটি ছোট ছেলের পরিবেশনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাঁর অনুকরণেই এই সেলিব্রেশনে মেতে উঠেছিল প্রোটিয়া রা। ‘অরা ফার্মিং’ নামে যে ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটাই পুনরায় তৈরি করলেন তারা।

Read Also: এশিয়া কাপ থেকে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ, সামনে এলো বিস্ফোরক তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *