আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে নামতে চলেছে প্রোটিয়াসরা। গতবারের বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের এবার নেতৃত্ব দিতে চলেছেন এইডেন মার্করাম (Aiden Markram)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada), পাজরের চোটের কারণে প্রায় আড়াই মাস জাতীয় দলের বাইরে ছিলেন । তিনি ভারতের মাটিতে কোনো সিরিজটিও খেলতে পারেননি। রাবাদার পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন, আনরিখ নর্কিয়া, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি ও তরুণ কোয়েনা মাফাকা।
মার্করামের নেতৃত্বে নামতে প্রস্তুত দঃ আফ্রিকা

স্কোয়াডের মোট সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো এবার টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন। বিশ্বকাপের মঞ্চে এবার প্রথম বারের মতন দেখতে পাওয়া যাবে তরুণ প্রতিভাবান তারকা বেবি এবি ওরফে ডেভাল্ড ব্রেভিস। পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে টনি ডি জর্জি ও জেসন স্মিথকেও। অলরাউন্ডার হিসেবে দলে আছেন জর্জ লিন্ডে ও ডনোভান ফেরেইরাও। বর্তমানে টি – টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে রয়েছেন, সাম্প্রতিক এসএ টি–টোয়েন্টিতে ফেরেইরা খেলেছেন ১০ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন, আর ব্রেভিস করেছেন ১৩ বলে ৩৬ রান। এই দুই ব্যাটসম্যানের দিকেই থাকবে বিশেষ নজর।
Read More: প্রকাশ্য রাস্তায় বন্ধুদের সঙ্গে মদ্যপান সারার, সোশ্যাল মিডিয়ায় চর্চায় শচীন তনয়ার কান্ড !!
বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন স্টাবস-রিকেলটন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা দলের সাতজন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ভারতের বিরুদ্ধে অসাধারণ ছন্দ দেখানো ওপেনার কুইন্টন ডি ককও দলে রয়েছেন, যিনি গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। টনি ডি জর্জির দলে অন্তর্ভুক্তি কিছুটা চমক হিসেবেই দেখা হচ্ছে। কারণ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ করে নিতে ব্যর্থ হয়েছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসরা। দুজনেই টি – তিনটি ফরম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাদের দলে সুযোগ না পাওয়াটা একটি বড় প্রশ্নের। তাছাড়া, স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকার মূল ভরসা দুই বাঁহাতি স্পিনার-কেশব মহারাজ ও জর্জ লিন্ডে। অফ স্পিনের বিকল্প হিসেবে প্রয়োজনে বল করতে পারেন অধিনায়ক মার্করাম ও ডনোভান ফেরেইরা।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখ নর্কিয়া, কোয়েনা মাফাকা, জেসন স্মিথ।