IND vs SA: ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-২ ব্যাবধানে পরাস্ত হয়েছে। এবার পালা অজিদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষে ভারতের মাটিতে শুরু হবে হোম সিরিজ। প্রথমেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল ডিফেন্ডিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। ঘরের মাঠে কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যাবধানে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার পালা দক্ষিণ আফ্রিকা বদের। শেষবার দুই দল দক্ষিণ আফ্রিকাতে (IND vs SA) মুখোমুখি হয়েছিল, যেখানে ১-১ ব্যাবধানে সিরিজ ড্র হয়েছিল।
প্রসঙ্গত, ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। আর সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে প্রোটিয়া শিবির। বর্তমানে তারা পাকিস্তানের বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলছে। সিরিজ শেষেই ভারতের উদ্দেশে পারি দেবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং আসন্ন ভারতের বিপক্ষে (IND vs SA) দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে চোটের কারণে বাইরে থাকতে হলেও, তিনি এবার পুরো সুস্থ হয়েই দলে ফিরেছেন।
Read More: রোহিত-বিরাটকে নিয়ে চুপ সেহবাগ-শচীন-যুবরাজ, ভারতীয় ক্রিকেটের রাজনীতি এখন প্রকাশ্যে !!
ভারতের বিরুদ্ধে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে। প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে, আর দ্বিতীয় টেস্ট হবে ২২ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA) এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে বাভুমা ছাড়াও রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। ভারতীয় পিচে স্পিনারদের দাপট দেখতে পাওয়া যাবে। যে কারণে দক্ষিণ আফ্রিকা দলে তিনজন স্পেশালিস্ট স্পিনার – কেশব মহারাজ, সাইমন হার্মার এবং সেনুরান মুথুসামিকে রেখেছে। তাছাড়া, তিনজন পেসার হিসাবে – কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও করবিন বোশকে রাখা হয়েছে। পাকিস্তান সিরিজের তুলনায় একমাত্র পরিবর্তন হয়েছে অধিনায়ক বাভুমাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে, যিনি মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহ্যামের জায়গা নিয়েছেন। বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার জন্য ভারতে টেস্ট সিরিজ জয় বহু পুরনো স্মৃতি। সর্বশেষ ২০০০ সালে হ্যানসি ক্রোনিয়ের নেতৃত্বে তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম (সহ-অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন (উইকেটকিপার), ট্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার), জুবায়ের হামজা, করবিন বোশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, সাইমন হার্মার, সেনুরান মুথুসামি।