আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2025) জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরপর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) অনুষ্ঠিত হবে। ফলে একদিনের দলকে নিয়েও বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে সম্প্রতি শুভমান গিলকে (Shubman Gill) এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Series) বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পর ওডিআই সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান গিলরা (Shubman Gill) এই ফরম্যাটে পর্যুদস্ত হয়েছিল। ঘরের মাটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। এর মধ্যেই এক দিনের দল প্রকাশ করল বোর্ড। টেস্ট অধিনায়কই পেলেন দায়িত্ব।
Read More: IPL’এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !!
মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা-

বর্তমানে প্রোটিয়ারা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে। প্রথম টেস্টে টেম্বা বাভুমারা (Temba Bavuma) জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ মহারণের পর ৩০ নভেম্বর থেকে ওডিআই সিরিজ শুরু হবে। ৩ টি একদিনের ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্লু ব্রিগেডরা এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে হতাশাজনক পারফর্ম্যান্স করে।
২-১ ব্যবধানে হেরে শুভমান গিল সমালোচনার মুখে পড়েছিলেন। তবে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে জ্বলে উঠে দলকে ভরসা দেন। প্রোটিয়াদের বিপক্ষে আবারও রোহিত এবং বিরাট কোহলির (Virat Kohli) জুটিকে দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি পাকিস্তানের (SA vs PAK) বিপক্ষে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়। তবে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ জয় করেছিল ভারত।
ওডিআই দল ঘোষণা-

ব্লু ব্রিগেডদের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজের জন্য দল প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে একদিনের সিরিজে ছিলেন না। তবে এই ফরম্যাটে এবার ব্লু ব্রিগেডদের বিপক্ষে তাকে নেতৃত্বের দায়িত্বে দেখা যাবে। এই দলে নিজের জায়গা ধরে রাখলেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। তিনি অবসর ভেঙে ফিরে এসে পাকবাহিনীদের বিপক্ষে ওডিআই সিরিজে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন।
এছাড়াও ভারতের বিপক্ষে করবিন বশ (Corbin Bosch) ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), এইডেন মার্করামের (Aiden Markram) মতো অভিজ্ঞ তারকাদের মাঠে নামতে দেখা যাবে। একদিনের সিরিজে হারিয়ে দৃষ্টান্ত তৈরি করতে প্রস্তুত তারা।
দক্ষিণ আফ্রিকার ওডিআই দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টনি ডি জর্জি, রুবিন হার্মান, কেশব মহারাজ, মার্কো জ্যানসেন, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, রয়্যান রিকেলটন (উইকেটকিপার), প্রেনেলান সুব্রায়েন