ভারতের শ্রেষ্ঠতম ক্রিকেটারদের তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। দেড় দশকের কেরিয়ারে দেশের হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৪২.১৭ গড়ে করেছেন ৭২১২ রান। রয়েছে ১৬টি শতরান। ওয়ান ডে’তেও সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন বাংলার বাম হাতি ব্যাটার। ৩১১টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১১৩৬৩ রান। ২২ বার পেরিয়েছেন তিন অঙ্কের মাইলস্টোন। শচীন তেন্ডুলকরের সাথে তাঁর ওপেনিং জুটি আজ অবধি পরিসংখ্যানের দিক থেকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে সফলতম। কেবল ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সৌরভ। তাঁর হাত ধরেই গড়াপেটা কাণ্ডের অন্ধকার থেকে বেরিয়ে এসেছিলো ভারত। বিদেশের মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ার শিক্ষাও সৌরভ’ই (Sourav Ganguly) দিয়েছিলেন ‘মেন ইন ব্লু।’
Read More: TOP3: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!
অভিনেত্রীর সাথে সম্পর্কে সৌরভ ?

দীর্ঘ কেরিয়ারে সাফল্য যেমন পেয়েছেন সৌরভ (Sourav Ganguly), তেমনই মাঠ ও মাঠের বাইরে বারবার জড়িয়েছেন বিতর্কেও। স্টিভ ওয়’কে টসের জন্য দাঁড় করিয়ে রাখা বা গ্রেগ চ্যাপেলের সাথে তাঁর মতানৈক্যের বিষয়গুলি বারবার স্থান পেয়েছে সংবাদমাধ্যমের শিরোনামে। পাশাপাশি নয়া শতাব্দীর গোড়ার বছরগুলিতে আতসকাঁচের নীচে জায়গা করে নিয়েছিলো সৌরভের ব্যক্তিগত জীবন’ও। অভিনেত্রী নাগমা’র (Nagma) সাথে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। বেশ কয়েক বছর টিকেওছিলো সেই সম্পর্ক। শেষমেশ অবশ্য বিচ্ছেদের পথেই হাঁটেন তাঁরা। সৌরভ কখনোই জীবনের এই অধ্যায় সম্পর্কে সংবাদমাধ্যমে মুখ খোলেন নি। তবে বছরখানেক আগে অন্ধকারের উপর থেকে পর্দা সরিয়েছিলেন নাগমা স্বয়ং। বিচ্ছেদের জন্য পরিস্থিতিকেই সেই সময় দায়ী করেছিলেন বলিউভ অভিনেত্রী।
“লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন ‘স্পেশ্যাল’ হয়ে ওঠেন। আমাদের কাজের সূত্রে নানান রকমের মানুষের সাথে পরিচয় হয়। অবশ্যই যখন দু’জন ভিন্ন পেশার মানুষ যারা কিনা বেশ পরিচিত তারা একে অপরের সান্নিধ্যে আসেন ও একে অপরকে পছন্দ করেন, তখন সবাই তার আলাদা অর্থ খোঁজার চেষ্টা করে। এই দুনিয়া দু’জন বিখ্যাত মানুষকে পাশাপাশি দেখতে চায় না। বিষয়টি ধ্বংসাত্মক পরিণতির দিকে অগ্রসর হলে হাত ছাড়তেই হয়,” জানিয়েছিলেন নাগমা। “কাউকেই ছেড়ে দেওয়া যায় না বিশেষ করে যদি সেই ব্যক্তি আপনার জীবনে অর্থবহ ভূমিকা নিয়ে থাকেন। তাঁর সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়ে থাকেন, সেই সম্পর্ক, সেই অনুভূতিগুলো কখনোই যায় না। বন্ধুত্বটা থেকেই যায়। সম্পর্ক খাঁটি হলে সেটা মুছে যায় না। পরিবারের মধ্যেও তো ঝগড়াঝাঁটি হয়। এক্ষেত্রে অবশ্য তা হয় নি,” যোগ করেছিলেন তিনি।
পুরনো বিতর্ক জিইয়ে রাখেন নি সৌরভ-

বিতর্কিত সেই অধ্যায়কে পিছনে ফেলেছেন সৌরভ (Sourav Ganguly) ও নাগমা দু’জনেই। ১৯৯৭ সালে ক্রিকেটতারকা বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী ডোনা’কে। দাম্পত্যের ‘রৌপ্য জয়ন্তী’ পেরিয়ে গিয়েছেন তাঁরা। সৌরভ ও ডোনা’র কন্যা সানা ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইকোনমিকসে স্নাতক হওয়ার পর আপাতত সেখানেই রয়েছেন কাজের সূত্রে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে বাইশ গজের দুনিয়াকে পুরোপুরি বিদায় জানান ২০১২ সালে। তারপর সিএবি ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়া দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদেও ছিলেন। সম্প্রতি ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। ২০০৮-এর পর ফিল্ম জগত থেকে সরে দাঁড়িয়েছেন নাগমা (Nagma)। এখনও অবিবাহিতা তিনি।