Sourav Ganguly: গত ২২ এপ্রিল গুলির শব্দে কেঁপে উঠেছিলো ভূস্বর্গ। পহলগাঁও’র বৈসরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন’কে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা (Pahalgam Terrorist Attack)। এই নৃশংস হত্যালীলা স্তম্ভিত করেছে গোটা দেশকে। প্রতিবাদে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। উঠেছে বদলা নেওয়ার দাবী। ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি। নয়াদিল্লীর পাক দূতাবাসে মোতায়েন সামরিক উপদেষ্টাদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভারতে আগত সব পাকিস্তানী নাগরিকদের ভিসা বাতিল করেছে কেন্দ্র। দেশে ফেরার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদের। রাজনৈতিক, কূটনৈতিক দিক দিয়ে তো বটেই, সাথে ক্রিকেটীয় দিক থেকেও পাকিস্তানকে ‘একঘরে’ করার সময় এসেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Read More: IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !!
ভারত-পাক সম্পর্ক ছিন্ন হোক, চান সৌরভ-

গত মঙ্গলবারই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সৌরভ (Sourav Ganguly) ফেসবুকে লিখেছিলেন, “পর্যটকদের উপর আক্রমণের ঘটনায় আমি মর্মাহত। এই বেদনাদায়ক মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি জানাই আমার সমবেদনা। শান্তিপ্রিয় পর্যটকদের উপর এমন নৃশংস আক্রমণ আদতে মানবিকতার লজ্জা।” গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের একবার তোপ দাগতে শোনা গেলো তাঁকে। এই পরিস্থিতিতে ভারতের কি উচিৎ পাকিস্তানের সাথে যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা? প্রশ্ন করা হয়েছিলো প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্টকে। “১০০ শতাংশ ভারতের এটা (পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন) করা উচিৎ,” সাফ জানিয়েছেন তিনি। “…কড়া ব্যবস্থা নিতেই হবে। প্রত্যেক বছর এমন ঘটনা ঘটছে। এটা মোটেও হাস্যকর ব্যাপার নয়। সন্ত্রাসবাদ আর সহ্য করা যাচ্ছে না,” সংযোজন সৌরভের (Sourav Ganguly)।
২৬/১১’র ঘটনার পর থেকে এমনিতেই তলানিতে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক। ২০০৮-এর পর আর পাকিস্তানে যায় নি টিম ইন্ডিয়া। ২০১২-১৩’র পর থেকে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ’ও। বর্তমানে কেবল বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের মত বহুদলীয় টুর্নামেন্টগুলিতেই মুখোমুখি হয় উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি। পহলগাঁও’র ঘটনার পর সেই ম্যাচগুলির ভবিষ্যত’ও এখন অন্ধকারে। আসন্ন প্রতিযোগিতাগুলিতে ভারত ও পাকিস্তানকে যাতে এক গ্রুপে রাখা না হয় সেই অনুরোধ করে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’কে নাকি চিঠি দিচ্ছে বিসিসিআই। সৌরভের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বোর্ড যদি এমন কোনো চিঠি দিয়ে থাকে তাহলে ভালোই করেছে। দেওয়াই উচিৎ।” যদিও এই খবরের সত্যতা এখনও পর্যন্ত ভারতীয় বোর্ডের তরফ থেকে স্বীকার করা হয় নি।
দেখুন সৌরভের সাক্ষাৎকার-
#PahalgamTerroristAttack | Kolkata, West Bengal: Former Indian cricket team captain Sourav Ganguly says, “100 per cent, this (breaking ties with Pakistan) should be done. Strict action is necessary. It is no joke that such things happen every year. Terrorism cannot be tolerated.” pic.twitter.com/J4v4HX3TZJ
— ANI (@ANI) April 25, 2025
প্রতিবাদে সরব অন্যান্য তারকারাও-

জঙ্গিহানার বিরুদ্ধে সরব হয়েছেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকারাও। শচীন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “নিরীহ পর্যটকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে আমি মর্মাহত। নিহতদের পরিবারকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা কল্পনাতীত।” কোহলিও আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, “নিরীহ মানুষদের উপর এমন জঘন্য আক্রমণের ঘটনায় আমি মর্মাহত।” সন্ত্রাসবাদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মহম্মদ সিরাজ। ট্যুইটারে তিনি লেখেন, “ধর্মের নামে নিরীহ পর্যটকদের নিশানা করা ও হত্যা করা আদতে শয়তানি। কোনো কারণ, কোনো বিশ্বাস, কোনো চিন্তাধারা দিয়েই এই দানবীয় ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। এটা কেমন লড়াই?” জঙ্গিদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দাবী করেছেন হায়দ্রাবাদের তারকা পেসার।