২০১৫ সালে জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর প্রথমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) হাল ধরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর আমলে জোর দেওয়া হয়েছিলো ইডেন গার্ডেন্সের মানোন্নয়নে। বদলে ফেলা হয় আউটফিল্ড। ঢেলে সাজানো হয় নিকাশী ব্যবস্থা। আউটফিল্ডে যাতে জল না জমে তা নিশ্চিত করতে গোটা মাঠের জন্য আনানো হয় বিশেষ আচ্ছাদন। সাফল্যের সঙ্গে বেশ কয়েক বছর রাজ্য সংস্থার দায়িত্ব সামলানোর পর সৌরভ বসেছিলেন ভারতীয় ক্রিকেটের মসনদে। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি পদে নির্বাচিত হন প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক। ২০২২-এ মেয়াদ শেষ হয় তাঁর। এরপর বিরতি নিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। তবে শেষমেশ ক্রিকেটে প্রশাসনে ফেরারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবারও তাঁকে দেখা যাবে রাজ্য ক্রিকেট সংস্থা’র সর্বোচ্চ পদে।
Read More: শেষ হচ্ছে মুম্বাই লবি, আগামীতে রাজত্ব করবে বাংলা ক্রিকেট জানালেন সৌরভ গাঙ্গুলী !!
২০২২ সালে বিসিসিআই-এর দায়িত্ব ছাড়ার পরেই সিএবি’তে ফিরবেন সৌরভ (Sourav Ganguly), রটেছিলো গুঞ্জন। কিন্তু সেবার রাজ্য ক্রিকেট সংস্থায় কোনো নির্বাচন না হওয়ায় দায়িত্ব নেন নি বেহালার বাম হাতি। বরং দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে চেয়ার ছেড়ে দিয়েছিলেন তিনি। তিন বছরের মেয়াদ ফুরিয়েছে স্নেহাশিষের (Snehasish Ganguly)। তার উত্তরসূরি হিসেবে তাই আরও একবার বঙ্গ ক্রিকেটের অলিন্দে পা রাখছেন সৌরভ’ই (Sourav Ganguly)। চলতি মাসেই নির্বাচন হওয়ার কথা ছিলো সিএবি’তে। কিন্তু সৌরভ ও তাঁর প্যানেলের বিরুদ্ধে মনোনয়নই জমা দেন নি কেউ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রেসিডেন্টের পদ ফিরে পেলেন কিংবদন্তি তারকা। সহ-সভাপতি হিসেবে তাঁর সঙ্গে থাকছেন নীতিশ রঞ্জন দত্ত। সচিব পদে দেখা যাবে বাবলু কোলে’কে। এছাড়া যুগ্ম-সচিব ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নিচ্ছেন যথাক্রমে মদন ঘোষ ও সঞ্জয় দাস।
সিএবি’র অন্দরে সৌরভের (Sourav Ganguly) প্রত্যাবর্তন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে দায়িত্ব সামলানোর পর রাজ্য সংস্থায় ফিরে যাওয়াকে ‘ডিমোশন’ হিসেবেই দেখছেন কেউ কেউ। ‘পদোন্নতি হয় কার্যক্ষেত্রে। এভাবে অবনতি হতে কখনও দেখি নি,’ মন্তব্য করেছেন একজন। ‘বিসিসিআই-তে কাজ করার পর সিএবি-তে আদৌ মন টিকবে মহারাজের?’ প্রশ্ন করেছেন কেউ কেউ। দিনকয়েক আগেই SA20 ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। সিএবি প্রেসিডেন্ট হওয়ার পর সেই ভূমিকায় আদৌ দেখা যাবে তাঁকে? সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে অনেকে আবার সৌরভ দায়িত্ব পাওয়ায় খুশি। তাঁর হাতে ধরে এগিয়ে যাবে বাংলার ক্রিকেট, আশাবাদী নেটিজেনদের একাংশ। ‘সিএবি’কে বদলে দেবেন মহারাজ,’ আশাবাদী তাঁরা।
দেখে নিন ট্যুইট চিত্র-
📢 Cricket Association of Bengal(CAB) have confirmed that legendary Sourav Ganguly will back as a President as he succeeds his elder brother Snehasish Ganguly. #CAB #PRESIDENT #SOURAVGANGULY
— SportsVize (@sportsvize) September 14, 2025
Sourav Ganguly submitting nominations today, all set to become CAB President uncontested. Will be attending BCCI AGM too. A second innings for him as administrator.
An exclusive chat with Dada in ABP today. More…#INDvsPAK #indvspak2025 #AsiaCup2025 #AsiaCup #SouravGanguly pic.twitter.com/l5lScpXhjf— Sumit Ghosh (@SumitG71) September 14, 2025
Sourav Ganguly fighting his opponent in CAB elections. https://t.co/hiWTGJoXYl pic.twitter.com/JKKrurmYNo
— Silly Point (@FarziCricketer) September 14, 2025
Not single player from proper Bengal is playing for India or even in IPL ..Such a useless board… Immediately disband this shameless useless board..And we know your best is to bootlick parties in power @SGanguly99
— Ri🌐 (@IamRi07) September 14, 2025
He has already been selected as CAB president.
— Sentient (@Ravi_Sentient) September 14, 2025
Please get rid of Ganguly from Indian cricket.
— Anil Verma (@AnilxVerma) September 14, 2025
How can he be part of Capitals group and CAB at the same time ??
— Satoru Fujinama (@SatoruFujinama1) September 14, 2025
CAB কি ফ্যামিলি প্রপার্টি?
— Chiranjit (@Chiru109) September 14, 2025