sourav-joins-protest-against-rg-kar-rape-incident

গত ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Horror) ৩৬ ঘন্টা নাইট ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন ট্রেনি চিকিৎসক। সেখানেই ধর্ষণ ও খুন করা হয় তাঁকে। এই নারকীয় ঘটনার খবর সামনে আসার পরেই প্রতিবাদে ফেটে পড়েন সাধারণ জনতা। আর জি কর (RG Kar Medical College) কর্তৃপক্ষের তরফে এই খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। নির্যাতিতা’র পরিবার সংবাদমাধ্যমকে জানায় যে তাঁদের প্রথমে জানানো হয়েছিলো যে আত্মহত্যা করেছেন ঐ মহিলা চিকিৎসক। নারী নিরাপত্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। ১৪ তারিখ রাত্রে মহিলাদের ডাকে রাজ্যের নানা প্রান্তে পালন করা হয় ‘রাত দখল’-এর কর্মসূচি। হাজার হাজার মানুষ পথে নামেন আর জি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের প্রতি সহমর্মিতা জানিয়ে।

Read More: বাংলাদেশ ক্রিকেটে বিরাট বদল, বিসিবি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন !!

স্বতঃস্ফূর্ত আন্দোলনে সামিল ক্রীড়াজগত-

Football Fans' Protest in Kolkata | RG Kar | Image: Twitter
Football Fans’ Protest in Kolkata | Image: Twitter

ট্রেনি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা যেন ঝাঁকুনি দিয়ে গিয়েছে সমাজকে। নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন সকলে। সঙ্গীত জগত, অভিনয় জগতের শিল্পীরা মিছিল করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে দিয়েছেন পাশে থাকার বার্তা। পিছিয়ে নেই ক্রীড়াজগত’ও। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইন্সটাগ্রাম স্টোরিতে নারী নিরাপত্তা, সমানাধিকার নিয়ে বার্তা দিয়েছেন। যেভাবে মহিলারা যৌন হেনস্থার শিকার হলে তাঁদের দিকেই আঙুল তোলেন সমাজের এক শ্রেণির মানুষ, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পুরুষতান্ত্রিকতার মূলে আঘাত করার বার্তা দিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার’ও ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মকে বেছে নিয়েছিলেন সংহতি জানানোর জন্য।

আর জি কর কাণ্ড (RG Kar Incident) মিলিয়ে দিয়ে গিয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গলকেও। শতাব্দী প্রাচীন প্রতিদ্বন্দ্বীতাকে পিছনের সারিতে রেখে দুই দলের সমর্থকেরা এক হয়ে রাস্তায় নেমেছেন। সমস্বরে তাঁরা বলছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস।’ গত ১৮ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলো ডুরাণ্ড কাপের ডার্বি (Kolkata Derby) ম্যাচ। মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না, এই মর্মে ম্যাচ বাতিল করে ডুরাণ্ড আয়োজক সংস্থা। তাতেও দমানো যায় নি সমর্থকদের। যুবভারতীর সামনে জমায়েত হয়েই কাঁধে কাঁধ মিলিয়ে নির্যাতিতার জন্য বিচার চেয়েছেন তাঁরা। লাল হলুদ ও সবুজ মেরুন পতাকার সাথে দেখা গিয়েছে মহামেডানের সাদা-কালো পতাকাও। আন্দোলনে পথে নেমেছে কলকাতার তৃতীয় প্রধান’ও।

প্রতিবাদ মিছিলে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

Sourav Ganguly and Sana Ganguly | RG Kar | Image: Twitter
Sourav Ganguly and Sana Ganguly light candles | Image: Twitter

আর জি কর কাণ্ডের (RG Kar Rape and Murder) পর গোটা রাজ্যের জনতা যখন ক্ষোভে ফুঁসছে, যখন দোষীদের আড়াল করার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে, তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলো। ঘটনার নিন্দা করে তিনি জানান, “এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যপার। নারীদের নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করতেই হবে। এমনটা হতে পারে যে কোনো জায়গাতেই। নিরাপত্তার বজ্রআঁটুনি ও সিসিটিভি ক্যামেরা থাকা অত্যন্ত জরুরী। এটা অত্যন্ত গর্হিত অপরাধ।” সাথে জুড়ে দেন,  “ভারত দুর্দান্ত একটা দেশ। আমরা একটা দারুণ রাজ্য, একটা দারুণ শহরে বাস করি। একটা ‘বিক্ষিপ্ত ঘটনা’র জন্য গোটা রাজ্যকে দায়ী করা উচিৎ নয়। কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। রাস্তাঘাটেও।”

তাঁর ‘বিক্ষিপ্ত ঘটনা’ মন্তব্য নিয়ে জলঘোলা হয়েছিলো। পরে “মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে” জানিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও চিঁড়ে ভেজে নি। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। গতকাল অবস্থান স্পষ্ট করলেন সৌরভ। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’র তরফ থেকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিলো। পুলিশ অনুমতি না দেওয়ায় হাঁটতে পারেন নি সৌরভ। তবে বৃষ্টি মাথায় নিয়ে তাঁর স্ত্রী ডোনা ও কন্যা সানা (Sana Ganguly) হাঁটেন মিছিলে। দীক্ষামঞ্জরী থেকে বেহালা ব্লাইন্ড স্কুল অবধি যায় এই মিছিল। পদযাত্রা শেষে যোগ দেন সৌরভ। কন্যা সানাকে পাশে নিয়ে মোমবাতি জানিয়ে সহমর্মিতা জানান সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। সংবাদমাধ্যমকে সানা জানান, “আন্দোলন চালিয়ে যেতেই হবে। নির্যাতিতার জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনতে হবে।”

প্রতিবাদে সামিল সৌরভ, দেখুন ভিডিও-

Also Read: সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন গৌতম গম্ভীর, ঠাঁই হলো না শচীন-কোহলি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *