শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। গুজরাতের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে হলো ক্রিকেটের শুভারম্ভ। আজ বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপকে পাখির চোখ করতে প্রস্তুত টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দুজনেই। ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দল আজ মুখোমুখি হতে চলেছে। আর এই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে ভারতের সেরা একাদশকে নিয়ে। মূলত ভারতীয় দলের শীর্ষ ১০ প্লেয়ার বাছাই করা হলেও দল অতিরিক্ত ব্যাটসম্যান খেলাবে কিনা সে বিষয়ে রয়েছে চর্চা। এবার নিজের পছন্দের ভারতীয় একাদশ বেছে নিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Read More: World Cup 2023, IND VS AUS, Weather & Pitch Report: ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, জানুন বিস্তারিত !!
টিম ইন্ডিয়া একাদশ বেছে নিলেন সৌরভ

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বেছে নিলেন ভারতের সেরা একাদশ বিশ্বকাপ ২০২৩’এর (World Cup 2023) জন্য। মূলত ভারতীয় রলের পূর্ব ক্যাপ্টেনের নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয়বার ফাইনালে পৌঁছায়। আইস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় না আসলেও সৌরভের ক্যাপ্টেন্সি নজর কেড়েছিল বিশ্বের কাছে। বিশ্বকাপ ২০২৩’এর জন্য (World Cup 2023) এবার পছন্দের একাদশ বেছে নিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। প্রথমত ভারতীয় দলের দুই X-ফ্যাক্টর হিসাবে বিরাট কোহলি ও শুভমান গিলকে ধরে এগিয়েছেন। ভারতীয় দল বাছার সময় সৌরভ ওপেনারের দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন রোহিত ও গিলের উপর। এরপর দলে রেখেছেন বিরাট কোহলিকে, তিনি দলের মিডিল অর্ডারে ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের আগে শ্রেয়স আইয়ারকে দলে রেখেছেন, এরপর উইকেট কিপার কেএল রাহুল, অলরাউন্ডার হিসাবে হার্দিক ও জাদেজাকে নিয়েছেন বেছে।
তিনি পিচ বুঝে অষ্টম ব্যাটিং খেলাতে চান। টার্নিং উইকেটে ৩ স্পিনার কে দেখতে চান। কে কারণে ৮’নম্বর পজিশনে তিনি দেখতে চেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। এমনকি এটাও উল্লেখ করেছেন পিচে যদি স্পিনারদের জন্য কিছু না থাকে তাহলে হার্দিক পান্ডিয়াকে চতুর্থ বলার হিসাবে খেলতে দেখতে চাইবেন। এমনকি অশ্বিন খেললে হার্দিক ভারতের তৃতীয় পেসার হয়ে উঠবেন। তবে দলের মুখ্য স্পিনার হিসাবে কুলদীপকে তিনি বেছে নিয়েছেন এই দলে। ৩ স্পিনার একসাথে খেলাতে দ্বিধা বোধ করছেন না গাঙ্গুলী। পাশাপাশি, পেসারদের মধ্যে তিনি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) বেছে নিয়েছেন। শুধু ভারতীয় দল নয় সৌরভ গাঙ্গুলী বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) সেমিফাইনালের জন্য ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এই ৪ দলকে বেছে নিয়েছেন এবং গাঙ্গুলী এটা মনে করেন যে এই দলটি শক্তিশালী একটি দল যা এবারের বিশ্বকাপের জিততে নামের খাতায় শীর্ষ স্থানে থাকবে।
সৌরভ গাঙ্গুলির ভারত একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা (C), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (wk), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।