২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম, আর এই মরশুমে টিম ইন্ডিয়ার পারফরমেন্সের উপর উঠেছে নানা প্রশ্ন। ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে ২০২৩ বিশ্বকাপ জয়। কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বেশ আত্মবিশ্বাসে ব্যাঘাত পেয়েছে টিম ইন্ডিয়া, তাদের প্রমান করার সুযোগ রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে। তবে এই বিশ্বকাপের আগে দীর্ঘদিন ধরে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) খবরের শিরোনামে রয়েছেন। তবে, এবার ঘনিয়ে আসছে তার দিনকাল, বিসিসিআই সেক্রেটারি পদে অধিষ্ঠিত হতে চলেছেন তার পরম মিত্র। আসলে, সূত্রের খবর অনুযায়ী, জয়ের জায়গা নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। জয় শাহের খুব ভাল বন্ধু হলেন সৌরভ, আমরা সৌরভ বোর্ড প্রেসিডেন্ট থাকা কালীন তাদের সম্পর্ক দেখেছি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবার বসতে চলেছেন নতুন পদে।
Read More: প্রধান নির্বাচকের পদে বসলেন অজিত আগরকার, রোহিত-বিরাটদের ছুটি করে এই তরুণদের দেবেন সুযোগ !!
জয়ের বন্ধু হতে চলেছেন নতুন BCCI সেক্রেটারি
আসলে, ৪০০ টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌরভ গাঙ্গুলী তার ক্যারিয়ারে, এছাড়াও বিসিসিআই সভাপতি পদে কাজ করার সময় তার অভিজ্ঞতা রয়েছে। এমনকি ভারতীয় ক্রিকেট সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে সৌরভের, তার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া পরপর ৩ টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছিল ও ২০০২ সালে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও করেন। এইসব কারণে এই পরিস্থিতিতে জয় শাহের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি বিসিসিআই (BCCI) সেক্রেটারি পদে সৌরভ গাঙ্গুলী দাঁড়ান, তাহলে অবাক হওয়ার মত কিছু থাকবে না। তবে এবিষয়ে কোনো সত্যতা যাচাই করা হয়নি।
সৌরভ গাঙ্গুলীর আন্তর্জাতিক ক্যারিয়ার
সৌরভ গাঙ্গুলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকালে, তিনি তার ক্যারিয়ারে এ পর্যন্ত ১১৩ টি টেস্ট আন্তর্জাতিক খেলেছেন, যার মধ্যে তিনি ১৮৮ ইনিংসে ৪২ গড়ে ৭২১২ রান করেছেন। টেস্ট ক্রিকেটে গাঙ্গুলীর ১৬ টি সেঞ্চুরি এবং ৩৫ টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। একই সময়ে, ওডিআইতে, তিনি তার ক্যারিয়ারে মোট ৩১১ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৩০০ ইনিংসে ৪১ গড়ে ১১৩৬৩ রান করেছেন। ওয়ানডেতে ২২ টি সেঞ্চুরি এবং ৭২ টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন গাঙ্গুলি।