Sourav Ganguly

কান পাতলেই বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে বড় খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, শিগগিরই কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ হতে পারেন সৌরভ। তিনি এই মুহুর্তে দিল্লি ক্যাপিটালস দলের সাথে ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে গতবার দিল্লি দলের খারাপ পারফরম্যান্স দেখে কেকেআরের দায়িত্ব নিয়ে এই বড় পরিবর্তন করতে পারেন সৌরভ। আসলে কলকাতার নাইট দলের সঙ্গে পুরোনো একটা সম্পর্ক রয়েছে সৌরভের। তিনি এই দলের বিষয় অনেকটাই জানেন। সব মিলিয়ে মহারাজকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে সেটা দলের পক্ষে লাভবান হবে মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট।

Read More: KKR ফ্যান্সদের জন্য খারাপ খবর, আন্দ্রে রাসেলের আইপিএল থেকে হচ্ছে বিদায় !!

নাইটদের নতুন প্রধান কোচ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

sourav ganguly

আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স খুব খারাপ ছিল। শোনা যাচ্ছে, সেটাকে মাথায় রেখেই দল বদলানোর সিদ্ধান্ত নিতে পারেন সৌরভ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম মরশুমে, কলকাতা দল ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টি জিততে পারে এবং পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিল। এমন পরিস্থিতিতে দলের প্রধান কোচকে বদলে সৌরভকে দায়িত্ব দেওয়ার চিন্তা রয়েছে শাহরুখ খানের দলের। কলকাতার মতে, দলের হাল ফেরাতে একজন হেভিওয়েট কোচের প্রয়োজন রয়েছে। আর সেক্ষেত্রে সৌরভই হলেন আদর্শ ব্যাক্তি। তার তত্ত্বাবধানেই দলের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আইপিএলের সঙ্গে যুক্ত সৌরভ

Sourav Ganguly

সৌরভ গাঙ্গুলি আইপিএল ২০২৩-এর সময় দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট পরিচালক করা হয়েছিল। তার আগে, সৌরভ ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সাথে দলের মেন্টর হিসাবে যুক্ত ছিলেন। তাই এটা পরিস্কার যে এই কুড়ি-বিশের টুর্নামেন্টের পালস’টা ভালোই বোঝেন তিনি। কলকাতার হয়ে কাজ করতে সেক্ষেত্রে তার কোন আসুবিধা থাকার কথা নয়। খুব সহজেই তিনি নিজের সেরাটা নতুন দলকে দিতে পারবেন।

কেকেআরের সঙ্গে পুরোনো সম্পর্ক

Sourav Ganguly

আইপিএলের গোড়ার দিকে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় তাকে দেখার জন্যই ইডেন ভরে যেত। তবে একটা সময় কলকাতা ছেড়ে পুণে দলের সঙ্গে যোগ দেন তিনি। যাই হোক, ঘরের টিমের সঙ্গে মহারাজের যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর সেটাকে ব্যবহার করেই তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলতে মরিয়া নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

Also Read: WI vs IND: দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া উইন্ডিজ, এই তুখোড় খেলোয়াড়ই হবেন দলের ‘ট্রাম্প কার্ড’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *