প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হতে চলেছেন। সূত্রের খবর, আগামী রবিবার ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভের আগে তাঁর দাদা স্নেহাশিষ গাঙ্গুলি এই পদে বহাল ছিলেন। লোধা কমিটির নিয়ম অনুসারে স্নেহাশিষ গাঙ্গুলি আর এই পদে থাকতে পারবেন না। প্রায় ছয় বছর ধরে এই গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার তাঁর একটি কুলিং-অফ পিরিয়ডের প্রয়োজন।
CAB’ এর সভাপতি হচ্ছেন সৌরভ

সৌরভকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই জল্পনা চলছিল। তবে, শুধু সৌরভ এই পদের জন্য নির্বাচিত হচ্ছেন এমনটা নয়। রাজ্য সমিতির পদাধিকারীদের পদ সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হবে। CAB’ এর সভাপতি, সহ-সভাপতি পদে বসবেন অমলেন্দু বিশ্বাস। সম্পাদক হচ্ছেন নরেশ ওঝা, কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী এবং যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হচ্ছেন দেবব্রত দাস। পাশাপাশি, আর্থিক অসদাচরণের অভিযোগের কারণে এপেক্স কাউন্সিল দাসকে বরখাস্ত করেছে।
সিএবির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সচিব পদের জন্য সঞ্জয় দাসের নাম এগিয়ে রয়েছে। তবে, কালিঘাট ক্লাবের প্রতিনিধিত্বকারী সিনিয়র প্রশাসক বাবলু কোলেও এই পদে রয়েছেন। তবে লোধা প্যানেলের সুপারিশ অনুসারে, কোনো ব্যক্তি ৭০ বছরের বেশি হলে তাকে কোনরূপ পদে রাখা চলবে না। যে কারণে, কিছুদিন আগেই রজার বিন্নিকে (Roger Binny) সরে যেতে হয়েছিল বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে। অন্যদিকে, বাবলু কোলে যিনি ৬৯ বছর বয়সী তিনি সর্বোচ্চ ১ বছর এই পদে বহাল থাকতে পারেন। ক্রীড়া আইন কার্যকর হওয়ার পর সমিতি নতুন নির্বাচন করবে।
বাংলা ক্রিকেটের উন্নয়ন চাইবেন সৌরভ

বাবলু কোলের পরিবর্তন হিসাবে সঞ্জয় দাসের প্রতি সাধারণ সমর্থন রয়েছে। তিনি বাংলার প্রাক্তন ক্রিকেটার হওয়ার পাশাপশি জুনিয়র ক্রিকেটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। এখনও যেহেতু জাতীয় ক্রীড়া আইন ক্রীড়া প্রশাসনে প্রয়োগ হয়নি। যে কারণেই, লোধা আইনে নির্বাচন করতে চলেছে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন না ঘটলে, সৌরভই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হতে চলেছেন তিনি। সৌরভ আবার CAB’ এর গুরুত্বপূর্ণ পদে বসলে পিছিয়ে পড়া বাংলা ক্রিকেটে উন্নয়ন সম্ভব হবে।