২০২৩ মরশুম জুড়েই ক্রিকেট, আর এসময় টিম ইন্ডিয়ায় দেখা গিয়েছে একাধিক স্ট্রাটেজি ও একাধিক পরিবর্তন। একেবারে নবরূপে ক্রিকেট খেলছে টিম ইন্ডিয়া। দীর্ঘ ১০ বছর আইসিসির কোনো ট্রফি না জেতার যে আক্ষেপ তা দূর হতে চলেছে এবার। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বোঝা গেল, দলে সিনিয়র প্লেয়াররা পারফর্ম না করলে দলে ঠাঁই পাবেন না। তবে, এই সিরিজের আগেই দল থেকে বাদ পারেছিলেন চেতস্বর পূজারা (Cheteshwar Pujara) ও উমেশ যাদব (Umesh Yadav)। ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়ে খবরের লাইমলাইটে এসেছেন তিনি।
Read Also: “কোনো লজ্জা নেই…” জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েও আবার ট্রোলের মুখে জসপ্রীত বুমরাহ !!
সৌরভ গাঙ্গুলী দিলেন বড় বয়ান

তবে, এই বামহাতি ব্যাটসম্যান মন কেড়েছেন ভারতীয় দলের সেরা বামহাতি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মন। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বেশ আপ্লুত হয়েছেন তার খেলা দেখে এবং তিনি চেয়েছেন জয়সওয়ালকে বিশ্বকাপ দলে দেখতে। সোমবার সিএবি-তে সৌরভ বলেন, “যশস্বী অসাধারণ শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত।” পাশাপাশি, তিনি এটাও যোগ করেন যে, “ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।” প্রথম ম্যাচেই শতরান করায় বেশ প্রশংসা করেছেন মহারাজ। এবিষয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “যে কোনও সেঞ্চুরিই গুরুত্বপূর্ণ তবে প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনুভূতি অন্য রকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।”
উইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকান যশস্বী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন যশস্বী। প্রথন ম্যাচেই ক্যাপ্টেন রোহিতের (Rohit Sharma) সাথে ওপেনিং করার সুযোগ পান তিনি। প্রথন ম্যাচেই অসাধারণ শতরান জুড়ে দিলেন বছর ২১’এর এই তরুণ। বিশ্বকাপ দলে তাকে সুযোগ দেওয়া হবে কিনা ঘোষণা হয়নি, কারণ তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই দলে সুযোগ দেওয়া হয়নি। তিনি কেবলমাত্র লালবল ও টি টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পেয়েছেন। এমনকি, এশিয়ান গেমসের স্কোয়াডে তিনি সুযোগ পেয়েছেন। বিশ্বকাপের আগে ভারতীয় দল যে কয়েকটি ম্যাচ খেলবে তাতে পারফরমেন্স দেখালে তিনি বিশ্বকাপ দলে সুযোগ পেতেও পারেন।