অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আর জি কর হাসপাতালের মর্মান্তিক কাণ্ডে অবশেষে নিজের মত পাল্টালেন সৌরভ গাঙ্গুলী। প্রথম দেওয়া তার বয়ানে গোটা পশ্চিমবঙ্গবাসী প্রিয় সৌরভ গাঙ্গুলীর উপর রাগান্বিত হয়েছিলেন। প্রথমত, সৌরভ আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর হওয়া নৃশংসতাকে ‘ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করলেও ঘটনাটিকে বিচ্ছিন্ন বলতেই মেজাজ হারায় নেটিজেনরা। সমাজ মাধ্যমে সৌরভের বেশ চর্চাও শুরু হয়েছিল।
যদিও সৌরভ তার বয়ানে অপরাধীদের কড়া শাস্তি চেয়েছেন। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে গোটা দেশ, ভিনদেশেও যখন তোলপাড় তখন আর স্থির থাকতে পারলেন না সকলের প্রিয় দাদা। এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন সৌরভ। শুধু তিনি একা নন, সঙ্গে থাকছেন স্ত্রী ডোনা গাঙ্গুলিও (Dona Ganguly)। ডোনা তার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দেবেন এই প্রতিবাদী মিছিলে।
রাস্তায় নামছেন সৌরভ-ডোনা
অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানাতে রাস্তায় নামছেন সৌরভ ও ডোনা। মঙ্গলবার সংবাদ সম্মেলনীতে সৌরভ জানিয়ে দিয়েছেন এই তথ্য। এই প্রতিবাদ মিছিলের আয়োজক ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী এবং সাথে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ডোনার ছাত্র-ছাত্রীরা সকলেই এই পদযাত্রায় অংশ নেবেন।
সৌরভ জানিয়ে দিয়েছেন যে এই মিছিলের জন্য ডোনার স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক বৃদ্ধিও ঠিক করে ফেলেছেন। সবাই কালো পোশাক পড়ে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলেছে এই পদযাত্রা। নিজের বাড়ির পথেই অর্থাৎ বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলী এই জনকল্যাণ মূলক কাজটি করতে চলেছেন। জেমস লং সরণি হয়ে এই প্রতিবাদ মিছিলটি পৌঁছাবে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত। সেখান থেকে আবার ফিরবে ডোনার স্কুল দীক্ষামঞ্জরীতেই।
ভোল পাল্টানের সৌরভ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগেও সরব হয়েছে সৌরভ। তবে প্রথমবার দেওয়া তার বয়ানে হকচকিয়ে গিয়েছিল পুরো বাংলা। কারণ প্রথমবার সৌরভ গাঙ্গুলী বয়ানে বলেছিলেন, “একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে বিচার করা উচিত নয়। এর (ঘটনা) ফলে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও নয়। রাজ্যের কথা বলতে গেলে ভারতের বাঁকি রাজ্যের মতন এটাও ভালো এবং আমার মতে ভারত জুড়ে মহিলারা সুরক্ষিত।”
তবে এবার নিজের মত পাল্টে গাঙ্গুলি জানিয়েছেন, মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ ও খুনের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি অপরাধীদের কড়া শাস্তিও দাবি জানিয়েছেন। প্রতিবাদ মিছিল শুরু হওয়ার আগেই গত সোমবার রাতের দিকেই নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের ডিসপ্লে পিকচার পরিবর্তন করেন সৌরভ যেখানে পুরো ডিসপ্লেটি কালো রঙে রাঙিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।