বঙ্গ ক্রিকেটে ‘দাদাগিরি’, এবার বাংলার কোচ হচ্ছেন সৌরভ !! 1

ভারতীয় ক্রিকেটে রাজত্ব দেখানোর পর এবার ঘরেই ছেলে ঘরে ফিরছেন। প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবার বাংলার ক্রিকেট বোর্ড যোগ দিয়েছেন। বাংলা ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। স্নেহাসিস গাঙ্গুলির জায়গায় দায়িত্ব নিলেন জুনিয়র গাঙ্গুলি। আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। চলতি মরশুমে রঞ্জি ট্রফি (Ranji Trophy)অভিযানের প্রস্তুতিতে পুরোদমে ব্যস্ত বাংলা দল। হাতে আর সপ্তাহখানেক সময়, ১৫ অক্টোবর ঘরের মাঠে উত্তরাখণ্ডের বিপক্ষে নামতে প্রস্তুত বাংলা। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই অনুশীলন শিবিরে হাজির সৌরভ গাঙ্গুলি।

CAB প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ

Sourav Ganguly সৌরভ
Sourav Ganguly | Image: Getty Images

মঙ্গলবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অনুশীলন চলাকালীন আচমকা হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি হাজির হতেই জল্পনা শুরু হয়ে যায়। দ্বিতীয় বারের জন্য সিএবি প্রেসিডেন্ট হয়েছেন গাঙ্গুলি। তবুও নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে সৌরভকে। শুধু প্রশাসক নয়, এবার কোচের ভূমিকায় নেমে সরাসরি ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন তিনি। গত কয়েক বছর ধরে রঞ্জি ট্রফির দরজায় কড়া নাড়ছে বাংলা দল। ২০২৩-২৪ মৌসুমে ফাইনালে পৌঁছেছিল বাংলা। তবে, জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) সৌরাস্ট্রের কাছে হারতে হয়েছে তাদেরকে।

Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!

অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামিদের মতন তারকারা মাঠে থাকলেও বেঙ্গলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এমনকি, প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ অরুণ লাল কিংবা লক্ষ্মীরতন শুক্লাকেও দেখা গেছে সেই অধরা স্বপ্ন পূরণের চেষ্টায়। এবার সেই স্বপ্নের পথচলায় সরাসরি মাঠে নেমে পড়লেন সৌরভ নিজেই। গত মঙ্গলবার অনুশীলনে বাংলার খেলোয়াড়দের মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন সৌরভ। হাতে কলমে খেলোয়াড়দের ভুল গুলো ধরিয়ে দিচ্ছিলেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে উজ্জীবিত হয় গোটা দল।

অনুশীলনে হাজির সৌরভ

সৌরভ
Sourav Ganguly | Image: Twitter

মাঠে উপস্থিত ছিলেন সিএবি-র যুগ্মসচিব বাবলু কোলে ও মদন মোহন ঘোষ সহ বাঁকিরা। দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা মন্তব্য করে বলেন, “দাদার উপস্থিতি সবসময় আলাদা অনুপ্রেরণা দেয়। খেলোয়াড়রা বেশ উচ্ছাসিত, তিনি খেলোয়াড়দের কি ভুল আছে ? কি উন্নতি করতে হবে সব বিষয়ে কথা বলেছেন। আমাদের একটা একটা ম্যাচ ধরে এগোতে হবে। আশা করি আমরা সেই অধরা ট্রফিটা জিতব।

Read Also: “ওকে হার্দিক বানাও….”, মোহাম্মদ সিরাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যোগরাজ সিংয়ের, BCCI’কে নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *