ভারতীয় দল বর্তমানে তৃতীয় টেস্ট ম্যাচ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে লর্ডসে আরও একটি দুর্দান্ত জয় তুলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচ। শেষ ম্যাচে এজবাস্টনে শুভমান গিল (Shubman Gill) সামনে থেকে ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে তিনি দুই ইনিংসেই বিধ্বংসী ফর্মে ছিলেন। তার ব্যাটিংয়ের মুগ্ধতায় কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। তবে এর মধ্যেই সিরিজের চাপ রয়েছে নতুন অধিনায়কের ওপর। এবার এই বিষয়ে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Read More: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!
গিলকে সতর্ক করলেন সৌরভ-

শুভমান গিল (Shubman Gill) ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে তার ব্যাটিং এক অনন্য পর্যায় পৌঁছে যায়। এজবাস্টনে প্রথম ইনিংসে গিল (Shubman Gill) ২৬৯ রানের ইনিংস গড়েন। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছিলেন এই তারকা। এর ফলে বিদেশের মাটিতে অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন গিল। এছাড়াও তিনি একটি টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করা ডন ব্র্যাডম্যানের (Don Bradman) রেকর্ড ভাঙার সামনে রয়েছেন।
এইরকম পরিস্থিতিতে এবার সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মূল্যবান মন্তব্য সামনে এলো। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “অসাধারণ ব্যাটিং করেছে শুভমান গিল (Shubman Gill)। আমি অবাক হইনি। এটা আমার দেখা সেরা ব্যাটিং। আমি মনে করি ওর ক্রিকেট জীবন এক নতুন দিকে যাবে। আমি বিশ্বাস করি গিল একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। ও সবেমাত্র অধিনায়কত্ব পেয়েছে। এটা এখন ‘হানিমুন’এর সময়। সময়ের সঙ্গে সঙ্গে গিলের ওপর অনেক চাপ আসবে। পরবর্তী তিন টেস্টে চাপ তৈরি হবে।”
ভারতকে নিয়ে আশাবাদী সৌরভ-

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) তার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা প্রকাশ করেছেন যে ভারতীয় নতুন টেস্ট দল ভক্তদের স্বপ্ন পূরণ করতে পারবে। তিনি বলেন, “ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভা আছে। প্রতিটি প্রজন্মেই আপনি দক্ষ ক্রিকেটার খুঁজে পাবেন। সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) পর কপিল দেব (Kapil Dev), শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), অনিল কুম্বলে (Anil Kumble) এসেছিলেন। তারপর বিরাট কোহলি (Virat Kohli) এখন শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), আকাশ দীপ (Akash Deep), মুকেশ কুমার (Mukesh Kumar), মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ফলে আমাদের কাছে প্রতিভার ভান্ডার রয়েছে।”
ভারতীয় প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “এটা কেবল একটি ম্যাচে জয়। এখনও অনেক লড়াই বাকি আছে। ভারত ভালো খেলছে এবং বাকি ম্যাচগুলোতেও ভালো খেলবে। হেডিংলেতে হারার পর দুর্দান্ত খেলেছে দল। কিন্তু লর্ডসে আপনাকে আবারও প্রথম থেকে শুরু করতে হবে।” ১০ জুলাই থেকে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। এই ম্যাচের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। উল্লেখ্য জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আবারও লর্ডসে ভারতীয় একাদশে ফিরতে চলেছেন।