'রোহিত ভালো অধিনায়ক’, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ফর্মে সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে শুরু জল্পনা — কাঠগড়ায় BCCI !! 1

অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে বিসিসিআই (BCCI) রোহিত শর্মাকে (Rohit Sharma) একদিনের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) দায়িত্ব দেওয়া হয়। ফলে মনে করা হচ্ছিল ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য হিটম্যানকে নিয়ে নির্বাচকরা ভাবনা চিন্তা করছেন না। এর মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে বিধ্বংসী ফর্মে আবারও ধরা দিলেন রোহিত। তার দুরন্ত ব্যাটিং’এ আবারও পুরনো ছন্দ ধরা দিয়েছিল। এবার তাকে নিয়ে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মন্তব্য সামনে উঠে এল‌।

Read More: “ধন্যবাদ অস্ট্রেলিয়া..”, সিডনিতে শেষ ম্যাচ খেলে ভক্তদের উদ্দেশ্যে বিরাট-রোহিতের আবেগঘন বার্তা !!

বিস্ফোরক ফর্মে রোহিত-

'রোহিত ভালো অধিনায়ক’, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ফর্মে সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে শুরু জল্পনা — কাঠগড়ায় BCCI !! 2
Rohit Sharma | Image: Getty Images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) রোহিত শর্মার নেতৃত্বেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে ভারতীয় দল নতুন অধ্যায় রচনা করে। তারপরেও এই তারকা ব্যাটসম্যানকে নেতৃত্বের দায়িত্ব থেকে বিসিসিআই (BCCI) কর্মকর্তারা সরিয়ে দেন। শুভমান গিল (Shubman Gill) দায়িত্ব পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে রীতিমতো হতাশ করেছেন। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবেও দলকে সফলতা এনে দিতে পারেননি।

রোহিত এই সিরিজে দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে ৯৭ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ২ টি ছয়। তৃতীয় ম্যাচে সিডনিতেও এই তারকার ব্যাটিং ধারাবাহিকতা অব্যহত ছিল। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জুটি বেঁধে হিটম্যান ১৬৯ বলে ১৬৮ রানের পার্টনারশিপ গড়েন। নিজের ৩৩ তম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করে বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করেন এই তারকা। রোহিতের ব্যাট থেকে আসে ১২৫ বলে অপরাজিত ১২১ রান। ১৩ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে ইনিংসটি সাজান তিনি।

সৌরভ গাঙ্গুলীর মন্তব্য-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিসিসিআই সভাপতি থাকাকালীন রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর তিনি দলকে নেতৃত্ব দিয়ে একাধিক সাফল্য এনে দিয়েছেন। এবার হিটম্যানকে নিয়ে সৌরভ মূল্যবান বক্তব্য সামনে এল। তিনি বলেন, “আমি যখন বিসিসিআই (BCCI) সভাপতি ছিলাম রোহিত অধিনায়ক হয়েছিলেন‌। আমি তার প্রতিভা দেখেই এই পদের জন্য বেছে নিয়েছিলাম।

ফলে তার সাফল্য দেখে আমি অবাক হয়নি। রোহিত একজন ভালো অধিনায়ক‌‌। আইপিএলেও একাধিক ট্রফি জয় করেছেন।” অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত পারফর্মেন্স এবং সৌরভ গাঙ্গুলীর এই মন্তব্য রীতিমতো চর্চায় রয়েছে। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে হিটম্যানকে আবারও ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ফিরিয়ে আনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এরপর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে।

Read Also: “মায়ের দিব্যি করে বলো..”, ৪ কোটির খোরপোশ নিয়ে এবার ধনশ্রীকে আক্রমণ করলেন যুজবেন্দ্র চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *