আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর তারকা ক্রিকেটাররা নতুন প্রজন্মদের তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকেই কোচ হিসাবে সফলতা লাভ করেছেন। ক্রিকেট প্রশাসক হিসেবেও ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও নিজেদের অবদান রেখেছেন। সাম্প্রতিক সময় তাদের মধ্যে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) অন্যতম একজন ব্যক্তিত্ব হিসেবে সকলের মন জয় করে নিয়েছিলেন। এবার তিনি বাংলার ক্রিকেটের উন্নতির জন্য আবারও পুরনো ভূমিকায় ফিরছেন।
Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!
CAB’এর দায়িত্বে সৌরভ-

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় দলের অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। দেশকে এনে দিয়েছেন অসংখ্য সাফল্য। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর তিনি দীর্ঘদিন বাংলা ক্রিকেটের (CAB) সভাপতি হিসেবে কার্যক্রম চালিয়েছেন। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মহারাজ এই পদে ছিলেন। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদেও নিজের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে তার একাধিক পদক্ষেপ প্রশংসিত হয়েছিল।
এবার আবারও বাংলা ক্রিকেটের সভাপতির পদে আসতে চলেছেন সৌরভ (Sourav Ganguly)। তিনি রবিবার ইডেনে তার পুরো প্যানেলের সঙ্গে মনোনয়ন জমা দেন। সভাপতির পদে কোনো বিরোধীর মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে বাংলার ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে সৌরভ গাঙ্গুলীর প্রশাসক হিসেবে প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা। আসন্ন ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকেই শুরু হবে দাদার নতুন ইনিংস।
বাংলা ক্রিকেটের নতুন অধ্যায়-

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে বাংলা ক্রিকেট দল সেই ভাবে ছাপ ফেলতে পারছে না। মুম্বাই ক্রিকেট থেকে যেমন জাতীয় দলে একাধিক তরুণ ক্রিকেটার উঠে আসছেন সেই রকম ছবি বাংলার ক্রিকেটের ক্ষেত্রে খুবই বিরল। তবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সমস্ত চিত্রটাই বদলে দিতে চাইছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“গত দেড় বছর ধরে নির্বাচনের জন্য আমি বাংলার বিভিন্ন প্রান্তে গেছি।
আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থেকে যায়। সেইগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। ক্রিকেট খেলার উন্নতির কথা বলতে গেলে আমি তো আর মাঠে নেমে খেলবো না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলা ক্রিকেটের উন্নতির বিষয়ে আমার একাধিক পরিকল্পনা রয়েছে। মাঝখানে কোভিডের জন্য কাজগুলো আটকে গিয়েছিল। আমাদের দেখতে হবে কী কী ভাবে উন্নতি করা সম্ভব হয়।”