“চ্যাম্পিয়নদের মতন দেখাচ্ছে…” রোহিতের হাতেই শিরোপা দেখছেন সৌরভ, করলেন এই মন্তব্য !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মঞ্চে দারুন প্রদর্শন দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত গ্রুপ পর্যায়ের তাদের শেষ ম্যাচটি খেলবে। তবে ভারতীয় দল চাইবে শেষ ম্যাচটি জয়লাভ করে জয়ের ধারা বজায় রাখতে। ভারতের পারফরম্যান্স দেখে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সৌরভের মতে রোহিতের (Rohit Sharma) হাতে আরও একটি ট্রফি দেখতে পাচ্ছেন সৌরভ।

ভারতের প্রদর্শনে খুশি সৌরভ

Rishabh pant,champions trophy 2025
Team India | Image: Getty Images

প্রসঙ্গত, দুবাইতে ভারত প্রথম দুই ম্যাচেই তাড়া করে জিতেছে। দুই ম্যাচে ছয় উইকেটে জিতেছে ভারত। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মন্তব্য করে বলেছেন, “দুটো ম্যাচেই ভারত খুব ভালো ক্রিকেট খেলেছে। টিম হিসাবে তারা লড়াই করেছে। তবে এবারের লড়াইটা ভিন্ন।” পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে মন্তব্য করে সৌরভ বলেন, “পাকিস্তান এখন আগের মতন নেই, দলে বেশ তফাৎ রয়েছে। পুরো ম্যাচে একটু জন্যেও মনে হয়নি যে ভারত চাপে রয়েছে। মানসিকতা ও স্কিলের দিক থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে, পাকিস্তানের থেকে কোনো লড়াই আমি দেখতে পায়নি। আমি নিশ্চিত ছিলাম, ভারত ম্যাচটা অনায়াসেই জিতবে।

Read More: Champoons Trophy 2025: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেই বিরাট কোহলি, সেমিফাইনালের আগে সতর্ক টিম ইন্ডিয়া !!

সৌরভের মতে ভারতীয় দল বর্তমানে খুবই শক্তিশালী এবং সাদা বলের ক্রিকেটে শেষ দুই বছর ভারতের রাজত্ব রয়েছে। সৌরভ আরও জানান, “দু’বছর আগেই ঘরের মাঠের বিশ্বকাপে যেমন প্রদর্শন দেখিয়েছে তা অসাধারণ। পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখিয়েছিল রোহিত শর্মাদের। ফাইনালে শুধু আমরা হেরে গিয়েছিলাম। অমন একটা দিন যেতেই পারে। তারপরেই আট মাসের মধ্যে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি।

রোহিত-বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী সৌরভ

Rohit Sharma and Virat Kohli, gambhir
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

রোহিত বিরাট এখনও ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যেই বিবেচিত হয়। সৌরভের মতে, “বিরাট বড় মাপের খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট অসাধারণ খেলেছে। পুরোপুরি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে বিরাট। খুব বেশি বাউন্ডারির দিকে তাকান নি তিনি, তবে তিনি তার বুদ্ধিসত্তার পরিচয় দিয়েছেন। রোহিতকে নিয়ে বলতে গেলে খুবই কম পরে যায়, তিনি এককথায় সুপার্ব। আমি সবসময় বলে এসেছি, রোহিত-বিরাট ফর্মে থাকলে যে কোনো প্রতিপক্ষ চাপে পড়ে যাবে। খেলা এখন বদলে গেছে, এখন শুরু থেকেই আক্রমণ করতে হবে। আগে ২৫০+ প্লাস জয়ের জন্য যথেষ্ট ছিল, তবে এখন সেটা ৩৫০ বা তার বেশি হয়েছে। রোহিত শুরু থেকেই ওরকম ব্যাট করায় প্রতিপক্ষ চাপে পড়ে যায়। শুরুটা ভালো হলে প্রতিপক্ষ চাপে থাকে এবং দলের বাঁকি খেলোয়াড়দের চাপ অনেকাংশে কমে যায়। আমি তো ভারতকে আবার একটা শিরোপা জিততে দেখছি।

Read Also: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অধিনায়ক বদল ভারতের, দায়িত্ব পাচ্ছেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *