আইপিএল (IPL 2025) এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা রকমের প্রচার অভিযানে নেমে পরেছেন ফ্রাঞ্চাইজিগুলি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আর মাত্র কয়েকটা দিনের পরেই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এর মধ্যেই নতুন রুপে সামনে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন অধিনায়ক এবার পুলিশের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন। ফলে আইপিএল শুরুর আগে দাদাকে নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন করে চর্চা শুরু হয়ে গেছে।
পুলিশের চরিত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়-

ক্রিকেট মাঠের বাইরে ‘দাদাগিরি’র মতো রিয়েলিটি শোতে সঞ্চালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনপ্রিয়তা অর্জন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাকে বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায়। এবার নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘খাকি: দ্যা বেঙ্গল চ্যাপটার’ (Khakee: The Bengal Chapter) -এর জন্য প্রচারমূলক ভিডিওতে দেখা গেল মহারাজকে। আগেই ভারতের প্রাক্তন অধিনায়কের পুলিশের পোশাক পরা ছবি সামনে এসেছিল। মনে করা হচ্ছিল তিনি বাংলার দুই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং জিতের (Jeet) সঙ্গে এই ওয়েব সিরিজে অভিনয় করবেন। তবে প্রচারমূলক ভিডিওতেও দুরন্ত অভিনয় করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবারও ভক্তদের মন জয় করে নিলেন।
Read More: IPL’কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !!
‘খাকি ২’-এর প্রচারে বাংলার মহারাজ-

‘খাকি দ্যা বেঙ্গল চ্যাপটার’ ওয়েব সিরিজের প্রচার ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য অডিশন দিতে এসেছেন। তিনি মজার ছলে অপরাধীদের মারার জন্য বিভিন্ন ব্যাটিং শটের মতো পুলিশের লাঠিটি ব্যবহার করছিলেন। এমনকি আগ্রাসী মনোভাব আনার জন্য সামনে গ্ৰেক চ্যাপেলকে কল্পনা করছিলেন মহারাজ। এমনই মজার ঘটনা দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি। আজ সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) প্রচারের জন্য নির্মিত ভিডিওটি পোস্ট করে লেখেন, “দ্যা বেঙ্গল টাইগারের সাক্ষাৎ দ্যা বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে। দেখুন “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” (Khakee: The Bengal Chapter)। উল্লেখ্য এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে ২০ মার্চ মুক্তি পাবে।