ক্রিকেটারদের সঙ্গে বিনোদন জগতের যোগাযোগ বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায়। বহু ক্রিকেটার বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েন। এছাড়াও বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তারকা ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) বিজ্ঞাপন সহ ছোট পর্দার রিয়ালিটি শোতে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার সিনেমা জগতেও তিনি প্রবেশ করছেন বলে খবর সামনে এসেছে। ‘খাকি ২’ (Khakee 2) ওয়েব সিরিজের জন্য শুটিং করেছেন সৌরভ। ফলে নতুন ভূমিকায় দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
পুলিশের চরিত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়-

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘খাকি ২: দ্যা বেঙ্গল চ্যাপটার’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘খাকি ১’-এ বিহারের অপরাধ জগতের সঙ্গে রাজনৈতিক মহলের বিভিন্ন ছবি উঠে এসেছিল। এবার ‘খাকি ২’-তে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতার অন্ধকার জগত এবং রাজনীতির টানাপোড়েনের ছবি দেখা যাবে। এই ওয়েব সিরিজে বাংলার দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) এবং জিৎ (Jeet)-এর উপস্থিতি সিনেমা প্রেমীদের মধ্যে উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবার এই তালিকায় বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম যুক্ত হলো। ‘খাকি ২’ (Khakee 2)-তে বাংলার মহারাজকে পুলিশের চরিত্রে দেখা যাবে বলে জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার তিনি খাকি পোশাকে শুটিং পর্যন্ত করেন।
সত্যিই কি ‘খাকি ২’-তে থাকছেন সৌরভ?

মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায় বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োতে ‘খাকি ২’ (Khakee 2)-এর জন্য শুটিং করেন। তবে সূত্র অনুযায়ী ওয়েব সিরিজের জন্য নয় বরং এই সিরিজের বিজ্ঞাপনের জন্য শুটিং করেছেন তিনি। ফলে ‘খাকি ২’ ওয়েব সিরিজে দেখা যাবে না দাদাকে। তবে এই ওয়েব সিরিজের জন্য একটি বিজ্ঞাপনে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য ‘খাকি ২’-এর প্রচারের জন্য বিজ্ঞাপনটি প্রযোজনা করেছে ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’। বিজ্ঞাপনের চিত্রনাট্য অনুযায়ী সৌরভ (Sourav Ganguly) পুলিশের চিত্রের জন্য অভিশন দিতে এসেছেন এক পরিচালকের কাছে। অনুরাগীদের এখন ওয়েব সিরিজের বদলে বিজ্ঞাপনেই মহারাজকে দেখে আশা পূরণ করতে হবে। অন্যদিকে নীরজ পান্ডের (Neeraj Pandey) ওয়েব সিরিজ ‘খাকি ২’ ২০ মার্চ নেটফ্লিক্সে প্রকাশ পেতে চলেছে। সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ-এর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসুকে অভিনয় করতে দেখা যাবে।