sourav-ganguly-on-indo-pak-war-and-ipl

Sourav Ganguly: এখনও চলছে অপারেশন সিন্দুর। পহলগাঁও হত্যাকাণ্ডের ঠিক দুই সপ্তাহ পর প্রত্যাঘাতের পথে হেঁটেছিলো ভারতীয় সেনাবাহিনী। মিসাইল হামলায় উড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর থেকেই উত্তপ্ত উপমহাদেশের পরিস্থিতি। পালটা আঘাতের চেষ্টা করে চলেছে পাক সেনাবাহিনী। তাদের ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পড়শি দেশকে শিক্ষা দিতে লাহোর, করাচী, রাওয়ালপিণ্ডির মত শহরে হারপ ড্রোন দিয়ে আঘাত হেনেছে ভারত। পাক বায়ুসেনার একাধিক ঘাঁটিও ধ্বংস করা হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে যে কোনো সময়ে। এই কঠিন সময়ে ভারতীয় সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখার আহ্বাস জানালেন প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Read More: TOP 3: সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি, টেস্ট অবসরের নেপথ্যে এই তিন কারণ !!

পাক চোখরাঙানি উপেক্ষা করে হবে IPL-

Sourav Ganguly | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

গত মঙ্গলবার থেকেই পাক আগ্রাসনের যোগ্য জবাব দিয়ে চলেছে ভারতীয় সামরিক বাহিনী। গতকাল এক ফেসবুক পোস্টে তাদের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ‘মেন ইন ব্লু’ অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি লেখেন, “সম্মান ও কৃতজ্ঞতার সাথে আমি ভারতীয় সেনাবাহিনীর সাথে জড়িত সকল পুরুষ ও নারীকে ধন্যবাদ জানাতে চাই। দেশ ও জনগণকে রক্ষায় আপনাদের অদম্য আত্মত্যাগ, বীরত্ব ও নিরন্তর প্রচেষ্টা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে, সুরক্ষিত বোধ করায়। জয় হিন্দ।” ট্যুইটারেও সন্ত্রাসবাদ বিরোধী বার্তাই দিয়েছেন সৌরভ। লিখেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সঠিক কাজ। জয় হিন্দ। আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমি গর্বিত।”

পাক হামলার আশঙ্কায় গত পরশু মাঝপথে স্থগিত করতে হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ। আইপিএল’ও (IPL) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে নতুন করে সূচি ঘোষণা করা হবে, জানিয়েছে বিসিসিআই। সম্ভবত দক্ষিণ ভারতে সরে যাবে টুর্নামেন্ট। বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করেছেন সৌরভ (Sourav Ganguly)। জানিয়েছেন, “বিসিসিআই-কে এটা করতেই হত। বিশেষত ধর্মশালা, দিল্লী, রাজস্থান, জয়পুর-এগুলো আইপিএলের ভেন্যু। গতকাল রাতে যা হয়েছে তাতে এটা করা দরকার ছিলো। সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হবে। ম্যাচগুলোও খেলা হবে। বিসিসিআই আইপিএল আয়োজন করবেই। এই পরিস্থিতি থেকেও আমরা দ্রুতই বেরিয়ে আসবো। এই চাপ পাকিস্তান দীর্ঘসময় সহ্য করতে পারবে না।”

সায় দিলো না আমিরশাহী, স্থগিত PSL’ও-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

ভারতে যেমন আইপিএল (IPL) চলছিলো, তেমন ওয়াঘা সীমান্তের ওপারে চলছিলো পিএসএল’ও (PSL)। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে কোপ পড়েছে পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উপরও। রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে ভারতীয় ড্রোনের আঘাতে। প্রথমে রাওয়ালপিণ্ডির ম্যাচগুলি করাচীতে স্থানান্তরিত করার কথা ভেবেছিলো পিসিবি। পরে গোটা টুর্নামেন্টের বাকি অংশটি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। প্রথমে রাজী হলেও পরে বেঁকে বসেছে মধ্যপ্রাচ্যের দেশে। এই জটিল পরিস্থিতিতে পিএসএল আয়োজনের ঝুঁকি নিতে রাজী নয় তারা। ফলে বাধ্য হয়েই পিসিবিকেও স্থগিত রাখতে হচ্ছে টুর্নামেন্ট। বিসিসিআই যদিও ঘোষণা করেছে যে এক সপ্তাহের মধ্যেই ফের শুরু হবে আইপিএল। তবে পাক লীগের ভবিষ্যৎ কি সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

Also Read: “সন্ত্রাস বরদাস্ত নয়…” সাফ জানালেন সৌরভ, ক্রিকেট মাঠে পাকিস্তানকে ‘একঘরে’ করার ডাক মহারাজের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *