সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জীবনে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছেন। তবে তার লড়াইয়ে সব সময় পরিবার পাশে থেকেছে। তিনিও একজন আদ্যপান্ত সংসারী মানুষ। কলকাতার বেহালায় এক বনেদি যৌথ পরিবারে বড়ো হয়ে উঠেছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে মহারাজের বন্ধন একাধিক সময় চর্চায় উঠে এসেছে। বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক এবং ব্যাটসম্যান হয়েও ভোলেননি পরিবারের টান। এর মধ্যেই এবার সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মায়ের অসুস্থতার খবর সামনে উঠে এলো। যা নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন বাংলার দাদা।
Read More: বৈভবকে হঠাৎই ডেকে পাঠালো বিসিসিআই, রো-কো জুটির বদলি হিসেবে ভাবনায় পরবর্তী প্রজন্ম !!
অসুস্থ সৌরভ গাঙ্গুলীর মা-

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময় ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত মুখ হয়ে উঠেছেন তার দাদা স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly)। তাদের মা নিরুপা দেবীর (Nirupa Ganguly) আবার অসুস্থতার খবর সামনে এলো। সূত্র অনুযায়ী মঙ্গলবার রাতে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছান সৌরভ (Sourav Ganguly)। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলীও।
পরিবার সূত্রে জানা গেছে নিরুপা দেবী কয়েকদিন ধরেই জ্বর, গলা ব্যাথার মতো কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই উপসর্গগুলি আরও বৃদ্ধি পাওয়ায় তড়িঘড়ি এক প্রকার বাধ্য হয়েই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সৌরভের পর তার দাদা স্নেহাশীষ গাঙ্গুলীও হাসপাতালে এসে পৌঁছান।
এর আগেও অসুস্থ ছিলেন তিনি-

নিরুপা দেবীর (Nirupa Ganguly) বর্তমান বয়স ৭৬। এর আগে করোনার মতো রোগে সংক্রমিত হয়েছিলেন তিনি। গত বছর হৃদরোগেও আক্রান্ত হন ভারতের প্রাক্তন অধিনায়কের মা। সেই সময় তাকে ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। মায়ের জন্মদিনে হাসপাতালেই কেক কেটে উদযাপন করেছিলেন সৌরভ (Sourav Ganguly)। হৃদরোগের পাশাপাশি ছোটখাটো একাধিক সমস্যায় ভুগছেন নিরুপা দেবী।
সূত্র অনুযায়ী ইউরিনাল ইনফেকশনও রয়েছে তার। ফলে এইরকম পরিস্থিতির মধ্যে আবারও নিরুপা দেবী (Nirupa Ganguly) হাসপাতালে ভর্তি হওয়ায় চিন্তার মধ্যে রয়েছে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পরিবার। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক আবারও বাংলার ক্রিকেট প্রশাসক পদে ফিরতে চলেছেন। সিএবির (CAB) প্রধান পদের লড়াইয়ে আবারও দেখা যাবে মহারাজকে। বর্তমানে এই পদে রয়েছেন তার দাদা স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly)।