sourav-ganguly-mistake-before-his-birthday-irfan-pathan-trolls-dada

১৯৭২ সালের ৮ জুলাই ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। লর্ডসের মাঠে শতরান হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেন যে বাঙালির এই ছেলেটিও পারে। গতকাল নিজের ৫১ তম জন্মদিন উদযাপন করলেন দাদা। আর এই বিশেষ দিনে একাধিক শুভেচ্ছা বার্তা পেয়েছেন বাঙালির এই গর্ব। তবে, গাঙ্গুলী তার টুইটারে তার একটি ভিডিও শেয়ার করে বসেন। আর তাতে ভুল খুঁজে পান প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। এরপর প্রচন্ডভাবে ইরফান সৌরভকে ট্রোল করলেন। ঘটনাটির মজা নিয়েছেন বেশ ভক্তরা। আসলে, সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর ভিডিওটি জুড়ে ছিল সৌরভের কীর্তিমান। সেটা দেখে ভক্তরা মুগ্ধও হয়েছে।

Read More: “বিশ্বকাপ জিততে ওকে প্রয়োজন নেই…” MS ধোনি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মক কাইফ !!

সৌরভের ভুল ধরিয়ে দেন ইরফান

Irfan pathan and sourav Ganguly
Irfan Pathan and Sourav Ganguly | Image: Getty Images

তবে এখানেই ভুল করে বসেন মহারাজ। সৌরভ ভুল করে এই ভিডিওতে ইরফান পাঠানের ছবি লাগিয়ে ফেলেন। ইরফান ভিডিওটি দেখে দাদার ভুল ধরিয়ে দেন, এরপর ইরফান দাদাকে ট্রোলও করেন। প্রকাশিত হওয়া ভিডিওতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের বেশ কয়েকটি ছবি তুলে ধরা হয়েছিল। তবে সৌরভের জায়গায় এই কোলাজের মধ্যে ইরফান পাঠানের ছবি দেওয়া হয়। তবে প্রথমবার সেই ছবি দেখে কেউই বুঝতে পারবেন না যে তিনি সৌরভ নাকি অন্য কেউ। তবে নিজেকে দেখে চিনতে পারেন ইরফান এবং ভিডিওর ওই অংশটি কেটে সৌরভকে কটাক্ষ করেন ইরফান।

সৌরভের ক্রিকেট ক্যারিয়ার

Sourav Ganguly
Sourav Ganguly | Image: Getty Images

ইরফান, সৌরভ গাঙ্গুলির করা পোস্টে মন্তব্য করে লিখেছেন, “দাদি, কখনোই আমি জানতাম না যে আমরা ব্যাটিং করার সময় এইরকম দেখতে ছিলাম যেটা দেখে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। কিন্তু ধন্যবাদ আপনাকে, এটাকে আমি একটি বড় প্রশংসা হিসাবে নেব।” দীর্ঘদিন ধরে এই দুই তারকা খেলেছেন একই সাথে। ভারতের হয়ে সৌরভ গাঙ্গুলী ১১৩ টি টেস্ট ম্যাচ এবং ৩১১ টি ওডিআই ম্যাচ খেলেছেন। তিনি মোট ১৮৫৭৫ রান করেছেন। তিনি ভারতের হয়ে মোট ১৯৫ টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন যার মধ্যে ৯৭ টি ম্যাচে টিম ইন্ডিয়া জয় পেয়েছিল। এমনকি পরবর্তীকালে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও হয়েছিলেন।

Read Also: ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর, বিশ্বকাপ ২০২৩ নিয়ে OYO করলো বড় ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *