আসন্ন ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ ২০২৫ (IPL 2025) মরসুমের আগে প্রধান কোচের পরিবর্তন হয়েছে দিল্লি ক্যাপিটালসের। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস দলের নতুন প্রধান কোচ হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বেশ লম্বা সময় ধরেই দিল্লি ক্যাপিটাল দলের একজন সদস্য। ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশসনস হিসাবে কর্মরত হলেন সৌরভ।
চাকরি হারালেন রিকি পন্টিং
২০১৮ সাল থেকে দীর্ঘ ৭ বছর দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্ব সামলে আসছেন রিকি পন্টিং। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হয়ে দুটি শিরোপা জয় করেছিলেন তিনি। তবে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে কেবলমাত্র একটি বারের জন্যই তিনি ফ্রাঞ্চাইজিকে ফাইনালে তুলতে সক্ষম হয়েছিলেন। এবার রিকি পন্টিংকে ছাঁটাই করলো দিল্লি ফ্রাঞ্চাইজি। জানা গিয়েছে, এবার দিল্লি ক্যাপিটালস দলের নতুন কোচ করা হবে কোন এক ভারতীয় ক্রিকেটারকেই সেই অর্থে দিল্লি ক্যাপিটাল দলের নতুন কোচ হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশসনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Read More: চাকরি গেলো পন্টিং-এর, IPL 2025-এ এই মেগাস্টারের হাতে দিল্লী ক্যাপিটালসের দায়িত্ব !!
সৌরভ গাঙ্গুলীর মতে দিল্লি ক্যাপিটালসের কোনো রকম উন্নতি হয়নি রিকি পন্টিং এর আমলে। যে কারণে বাধ্য হয়েই তাকে পরিবর্তন করতে হচ্ছে। সৌরভ বলেছেন, “পরবর্তী আইপিএলের জন্য পরিকল্পনা করার প্রয়োজন। আমি একবার দিল্লী ক্যাপিটালসের সাথে আইপিএল জিততে চাই। এবার সেই অনুযায়ী নতুন ভাবে শুরু করতে চাই। তবে আগামী মরসুম থেকে রিকি পন্টিং আর হেড কোচ থাকছেন না।”
রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিতে পারেন দায়িত্ব
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলী নিজেই দলের অধিনায়কত্ব করতে পারেন অথবা তিনি তার বন্ধু রাহুল দ্রাবিড়কে এই দায়িত্ব তুলে দিতে পারেন আসলে কয়েকদিন আগেই ভারতের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের পর ভারতের হেড কোচ হিসেবে তার অভিযান শেষ হয়েছে। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকা কালীন রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ বানান সৌরভ।
বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে না দিতেই দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অব ক্রিকেট হন। যেহেতু দিল্লি ফ্রাঞ্চাইজির দায়িত্ব তার হাতেই সেপে দেওয়া হয়েছে তাই এটা স্পষ্ট যে দ্রাবিড়কে আবার দায়িত্ব দিতে চাইবেন সৌরভ। যদিও, এর আছে রাহুল দ্রাবিড়কে দিল্লি দলের মেন্টর হিসাবে কাজ করতে দেখা গিয়েছে।