গত সপ্তাহে মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। হারমানপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল জয় সুনিশ্চিত করেছে এবারের বিশ্বকাপ। ভারতের এই বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ ট্রফির স্বাদ পেলেন রিচা। রিচা মেগা ফাইনালে ৩৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন। যার পর বাংলা ক্রিকেট বোর্ড – এর পক্ষ থেকে রিচাকে ১ রানের জন্য ১ লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকা দিয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

সাথে CAB-এর পক্ষ থেকে একটি গোল্ডেন ব্যাট ও বল দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বঙ্গবিভূষ’ উপাধি পেয়েছেন এবং রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP) হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। রিচা ঘোষদের মতন ক্রিকেটারদের উন্নতিতে বড় ভূমিকা পালন করেছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তাঁর সময় থেকেই মহিলা প্রিমিয়ার লীগ (WPL) এর সূচনা হয়েছিল। তাছাড়া নারী ও পুরুষ উভয় খেলোয়াড়দের সম বেতন চালু হয়েছিল গাঙ্গুলির অধীনেই। তবে এদিন CAB-এর অনুষ্ঠানে মহিলা ক্রিকেটে অগ্রগতির পিছনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে বলেই মন্তব্য করেছেন সৌরভ।
Read More: মহিলা বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে স্যান্ড আর্ট—শিল্পীর বিরুদ্ধে সমালোচনার ঝড় !!
মমতার হাত ধরেই WPL-এর সূচনা

এদিন CAB’এর অনুষ্ঠানে মমতাকে নিয়ে মন্তব্য করে বলেন, “আমার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বেশ গভীর সম্পর্ক। সমস্ত কাগজের বার হচ্ছে ছেলেদের (মেয়েদের) বেঙ্গল প্রিমিয়ার লীগ হচ্ছে, ইডেনে খেলা হবে ম্যাচ। তিনি তখন আমাকে ছোট্ট একটা মেসেজ পাঠান যে WPL’এর সাথে সাথে যেন মহিলা ক্রিকেটও যেন এর মধ্যে শুরু হয়। অনেকেই জানে না বা অনেকে এসব ছোটখাটো জিনিস মাথায় রেখে না। এটা দুবছর আগে, তখন রিচাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা WPL ও এভাবে চালু হয়নি। যেদিন রিচা বিশ্বকাপ যেতে, ভারত বিশ্বকাপ যেতে আমি ওনাকে (মমতা বন্দ্যোপাধ্যায়) মেসেজ করি এদিন কিন্তু অনুষ্ঠানে আসতে হবে। তিনি আমাকে বলেন যে তিনি নিশ্চই আসবেন এবং তিনি এটাও বলেও ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেটের যেমন উন্নতি হয়েছে – আমি ওদের ততটাই সাপোর্ট করি, এভাবেই ওরা এগিয়ে চলুক।”