অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের পরেই এক দিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) সরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এক সূত্রের দাবি, তাদের নাকি ২০২৭ সালের বিশ্বকাপের ভাবনায় রাখছে না বোর্ড। বছরের শুরুতেই আইসিসি খেতাব জয় করেছে ভারতীয় দল আর ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা ও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের দুর্দান্ত প্রদর্শনের পর তরুণ খেলোয়াড়দের উপরে আস্থা বেড়েছে বিসিসিআইয়ের। যে কারণেই রোহিত-বিরাটকে বেশি গুরুত্ব দিতে চাইছে না বোর্ড।
বিরাট- রোহিতকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

তবে সাবেক ভারতীয় দলের অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) মনে করেন, এই দুই ক্রিকেটার যদি ভাল খেলেন তা হলে তাদের অবসর না নিয়ে, খেলা চালিয়ে যাওয়া উচিত। এ দিন কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে সম্ভাব্য অবসর নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ উত্তরে বলেন, “আমি বিষয়টা জানি না। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।” তবে সৌরভের মতে, ভালো ফর্মে থাকলে রোহিত-কোহলির দুজনেরই খেলা চালিয়ে যাওয়া উচিত।
Read Also: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, মাথায় হাত গৌতম গম্ভীরের !!
সৌরভ আরও বলেন, “জানি না ওনারা অবসর নেবেন কি না। তবে যে পারফর্ম করবে সে খা চালিয়ে যাবে। যদি দু’জনেই ভাল খেলে তা হলে তাদের খেলা চালিয়ে যাওয়া উচিত। এক দিনের ক্রিকেটে কোহলির পরিসংখ্যান অসাধারণ। রোহিতেরও তাই। এমনকি গত কয়েক বছরের কথা বলতে গেলে, দু’জনেই সাদা বলের ক্রিকেটে খুবই ভাল ছন্দে রয়েছে।” তাছাড়া, আসন্ন এশিয়া কাপে ভারতকেই ট্রফি দাবিদার হিসাবে বেছে নিয়েছেন সৌরভ। তাঁর কথায়, “ইংল্যান্ডে ওই বড় সিরিজের পর, ভারতীয় দলের ক্রিকেটারেরা এখন বিশ্রামে রয়েছেন। আইপিএলের পরেই ওরা পাঁচটা টেস্ট খেলেছে। ভারত এমনিতেই শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে ওরা আরও বেশি শক্তিশালী। তাই আমার মতে ভারতই এশিয়া কাপের ফেভারিট। দুবাইয়ের পিচে ওদের হারানো খুবই কঠিন কাজ হবে।”
রোহিত-কোহলির ক্যারিয়ারে নেমে এলো অন্ধকার

প্রসঙ্গত, কিছুদিন আগে বিসিসিআইয়ের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির ওডিআই ভবিষ্যৎ অন্ধকার। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দলে টিকে থাকতে গেলে বোর্ড কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে বলে দাবি জানিয়েছে সূত্রটি। ডিসেম্বর থেকে শুরু সেই প্রতিযোগিতা। এতোই, একমাত্র ঘরোয়া এই ৫০ ওভারের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় ভালো ফল করলেই রোহিত ও বিরাটের জন্য বিশ্বকাপে খেলার চাবিকাঠি হতে চলেছে। ফলে তাঁদের এক দিনের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। চলতি বছরের, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পারি দেবে। সেখানেই রোহিত ও কোহলিকে শেষবারের মতন দেখতে পাওয়া যাবে।ক্যাঙ্গারু সিরিজ শেষে এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন দুই ক্রিকেটার।