ক্রিকেট মাঠের বাইরেও ক্রিকেটাররা বিভিন্ন কারণে ভক্তদের চর্চার মধ্য থাকেন। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর এখনও খেলার সঙ্গে যুক্ত আছেন। এই কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট প্রশাসক হিসেবেও দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময় তার সিএবি (CAB) সভাপতি হিসেবে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তাকে আবার বিসিসিআইয়ের (BCCI) প্রধান হিসেবে দেখা যাবে বলে খবর সামনে এসেছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন কর্মকর্তারা।
Read More: ৬,৬,৬,৬,৬… শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝড় তুললেন মহম্মদ নবী, যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বাঁচলো !!
BCCI প্রেসিডেন্ট পদে সৌরভ-

বাংলার দাদা ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট হিসাবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন। তারপর দীর্ঘ সময় তিনি এই পদে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যান। ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এবার রজার বিনির (Roger Binny) পর আবারও তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে বলে খবর সামনে এসেছে। ২২ সেপ্টেম্বর বোর্ডের পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
সূত্র অনুযায়ী তবে তার অনেক আগেই বিসিসিআইয়ের (BCCI) নতুন প্রেসিডেন্ট কে হবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। ২০ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে একটি বেসরকারিভাবে বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য জয় শাহও (Jay Shah) দেশে ফিরছেন। এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তালিকায় সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নাম এগিয়ে থাকলেও ইতিমধ্যেই হরভজন সিংয়ের (Harbhajan Singh) নামও উঠে এসেছে। দাদা আবারও বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে কামব্যাক করতে পারেন কিনা এখন সেটাই দেখার।
প্রশাসক হিসেবে অবদান-

ভারতীয় দলে অধিনায়ক থাকাকালীন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) একাধিক আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিলেন। তার নেতৃত্বে ভারতীয় দল ২০০৩ একদিনের বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল। এরপর বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট হিসাবেও বাংলার মহারাজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার সময় ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিপুল উন্নতি ঘটে। সৌরভের সময় ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করা হয়েছিল।
মহিলা ক্রিকেটের উন্নতির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মহারাজের সময়েই জাতীয় দলের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দায়িত্বে আসেন। অন্যদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টোয়েন্টির (SA20) প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ। তাকে এই টুর্নামেন্টে নিলামেও সম্প্রতি দেখা গিয়েছিল। উল্লেখ্য বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পেলে তাকে এই পদ থেকে সরে যেতে হবে।