মাঝপথেই সরতে চলেছেন গৌতম গম্ভীর, প্রধান কোচের দায়িত্ব আসছেন সৌরভ গাঙ্গুলী !! 3

ভারতীয় ক্রিকেট ক্রমবর্ধমান পরিবর্তনশীল কাঠামোর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। ব্লু ব্রিগেডদের সাফল্যের পিছনে অসংখ্য কর্মকর্তা যুক্ত হয়ে আছেন। নির্বাচক প্যানেল থেকে ভারতীয় দলের কোচিং সদস্যরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। বর্তমানে প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব পালন করছেন। তবে তার একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যেই ক্রিকেট মহলে সমালোচিত হয়েছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কোচ হিসেবে পূর্ণ সময়ের জন্য এবার আত্মপ্রকাশ করতে চলেছেন। ফলে তার ভারতীয় দলের সঙ্গে আবারও যুক্ত হ‌ওয়ার বিষয়টি সময়ের অপেক্ষা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read More: “ওদের এক্তিয়ারই নেই…” ভারতীয় ক্রিকেটে নাক গলাচ্ছেন বিদেশীরা? ক্ষোভ উগড়ে দিলেন গাওস্কর !!

প্রধান কোচের দৌড়ে সৌরভ-

মাঝপথেই সরতে চলেছেন গৌতম গম্ভীর, প্রধান কোচের দায়িত্ব আসছেন সৌরভ গাঙ্গুলী !! 4
Sourav Ganguly | Images: Getty Images

রবি শাস্ত্রীর (Ravi Shastri) পর ভারতীয় দলে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন। এরপর গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই গুরুত্বপূর্ণ পদে নিজের দায়িত্ব পালন করছেন। সবচেয়ে বড়ো বিষয় হলো গত ১৪ বছরের বেশি সময় ধরে প্রধান কোচের দায়িত্ব ভারতীয়রাই জায়গা করে নিয়েছেন। এই বিষয়টিকেই মাথায় রেখে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পরবর্তী সময়ে এই দায়িত্ব আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তিনি ভারতের অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছিলেন। এরপর ক্রিকেট প্রশাসক হিসেবেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি থাকাকালীন তিনি নিয়েছিলেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইপিএলেও (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (DC) সঙ্গে কোচিং সদস্য হিসেবে যুক্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলার মহারাজ। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ‌তাকে প্রধান কোচ হিসাবের দায়িত্ব পালন করতে দেখা যাবে। প্রিটোরিয়া ক্যাপিটালস (Pritoria Capitals) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। ফলে সৌরভ ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বাংলার দাদা অধিনায়ক থাকাকালীন ভারতীয় দলে আত্মবিশ্বাস এনেছিলেন। তিনি বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag), যুবরাজ সিং (Yuvraj Singh), জাহির খান (Zahir Khan) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলেন। তার তত্ত্বাবধানে এই তারকাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা পাকা করে নিতে দেখা যায়। ফলে মহারাজের দূরদর্শী মনোভাব ভারতীয় দলের প্রধান কোচ হিসাবেও মূল্যবান হতে পারেন‌। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ পদে আসার ইচ্ছা রয়েছে বলেও সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন।

মাঝপথেই কি সরে যাবেন গম্ভীর?

মাঝপথেই সরতে চলেছেন গৌতম গম্ভীর, প্রধান কোচের দায়িত্ব আসছেন সৌরভ গাঙ্গুলী !! 5
Gautam Gambhir | Images: Getty Images

গৌতম গম্ভীর (Gautam Gambhir) আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টস (LSG) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার পর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে জায়গা করে নিয়েছিলেন। তিনি গুরুত্বপূর্ণ পদে আসার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয় ছাড়া আর সেইভাবে দলকে সফলতা এনে দিতে পারেননি বিশ্বকাপ জয়ী এই তারকা। একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দল হারের সম্মুখীন হয়।

এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) এবং রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পিছনে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্ররোচনা ছিল বলে অনেকেই উল্লেখ করেছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই তার পদত্যাগ চাইছেন। সূত্র অনুযায়ী আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) এবং দ্বিপাক্ষিক সিরিজগুলিতে ভারতীয় দল যদি ভালো পারফর্ম্যান্স করতে না পারে তাহলে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2025) আগেই প্রধান কোচের দায়িত্ব থেকে এই তারকাকে সরে যেতে হবে।

Read Also: গণেশ চতুর্থীতে নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন পৃথ্বী শ’, রূপে দীপিকা-অনুষ্কাদের খাওয়াবেন জল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *