কলকাতা: কোচ অনিল কুম্বলের সঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মনের মিল হচ্ছিল না কিছুতেই। ফলে দুজনের সম্পর্ক এতটাই খারাপ অবস্থায় পৌঁছায় যে, শেষ পর্যন্ত কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে। ভারতের প্রাক্তন তারকা স্পিনার কুম্বলে পদত্যাগের পর টুইটে যে বিবৃতি পোস্ট করেন সেখানে সরাসরি লিখেছেন কোহলি সম্পর্কে। কুম্বলের সঙ্গে কোহলির এই বিবাদে পুরো ভারতীয় ক্রিকেটই এখন টালমাটাল। এমন অবস্থায় মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সটান বলে দিলেন, কোহলি-কুম্বলে বিবাদ আরও ভালভাবে সামলানো যেত।
মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা। সেই সভা থেকে ফিরে সিএবি সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেন সভাপতি সৌরভ। কোহলি-কুম্বলে বিবাদ নিয়ে প্রশ্ম করা হলে তিনি বলেন,
‘গোটা ব্যাপারটা ভালভাবে সামলানো হয়নি। এত বিতর্কের কিছুই ছিল না। দায়িত্ব যার ওপরই থাকুক না কেন, কোহলি-কুম্বলে সংঘাত আরও ভালভাবে, আরও পরিণতভাবে সামলানো যেত।’
এদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী কোহলিদের কোচের পদে আবেদন করতে চলেছেন বলে খবর ওয়াকিবহাল মহলে। গতবছর শাস্ত্রীর জায়গায় কুম্বলেকেই ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিল সৌরভ, শচীন তেন্ডুলকার ও ভি ভি এস লক্ষ্মনকে নিয়ে গড়া উপদেষ্টা কমিটি। তারপরই সৌরভের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার। মনে করেন, সৌরভের জন্যই তাঁর কোচ হওয়া সম্ভব হয়নি। মহারাজ অবশ্য এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দেননি।
গতবারও রবি শাস্ত্রী সাক্ষাৎকার দিয়েছিলেন সৌরভদের কাছে। সৌরভদেরই দায়িত্ব কোচ নির্বাচনের। সেবার শাস্ত্রীর সাক্ষাৎকারের সময় অন্য কাজে সৌরভ চলে গিয়েছিলেন। তা নিয়ে পরে শাস্ত্রী-সৌরভ কথার লড়াই চলেছিল বেশ কিছুদিন। আবারও শাস্ত্রী-সৌরভকে মুখোমুখি হতে হবে। আর শাস্ত্রীর ভারতের প্রধান কোচের পদে আবেদন প্রসঙ্গে সৌরভ বলেছেন,
‘আবেদন যে কেউই করতে পারে। ক্রিকেট প্রশাসনে না থাকলে আমিও আবেদন করতে পারতাম। আমরা এই বিষয়টা ভেবে দেখব।’
তবে শেষ পর্যন্ত সৌরভ-শচীনরা বিরাটদের পছন্দের প্রার্থী শাস্ত্রীকে দায়িত্বে ফেরান কি না, সেটাই এখন অনেকের কাছে সবথেকে বড় প্রশ্ন। প্রসঙ্গত, আগামী ৯ জুলাই পর্যন্ত কোচ হওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে।