নিজের ভাইয়ের জন্য দুশমন হলেন সৌরভ গাঙ্গুলী, পিঠে মারছেন ছুরি !! 1

অধিনায়ক থাকাকালীন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিপক্ষদের চোখে চোখ রেখে তার জয় ছিনিয়ে আনার আত্মবিশ্বাস নতুন প্রজন্মকে উৎসাহিত করেছিল। অবসর ঘোষণা করার পর তিনি ক্রিকেট প্রশাসক হিসাবেও নিজের মূল্যবান অবদান রেখেছেন। এছাড়াও একাধিক ভূমিকায় সফলভাবে নিজের কাজ পরিচালনা করেছেন সৌরভ (Sourav Ganguly)। সাম্প্রতিক সময়ে তার বায়োপিক নিয়েও রীতিমতো চর্চা চলছে। এর মধ্যেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মহারাজ।

Read more: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!

সৌরভের গুরুত্বপূর্ণ পদক্ষেপ-

নিজের ভাইয়ের জন্য দুশমন হলেন সৌরভ গাঙ্গুলী, পিঠে মারছেন ছুরি !! 2
Sourav Ganguly | Images: Getty Images

আবারও ক্রিকেট প্রশাসক হিসেবে ফিরতে চলেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেবেন বলে খবর সামনে এসেছে। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নিশ্চিত করেছেন যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই নিজের আবেদনপত্র জমা দেবেন। বর্তমানে সিএবি (CAB) সভাপতির দায়িত্ব পালন করছেন স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly)। তিনি সৌরভ গাঙ্গুলীর বড়ো ভাই।

লোধা কমিটির নিয়ম অনুসারে স্নেহাশীষ গাঙ্গুলীর সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এর ফলে দলের সভাপতি নির্বাচনের জন্য‌ ভোট আয়োজন করতে চলেছে সিএবি (CAB)। তবে সৌরভ (Sourav Ganguly) নাম জমা দিলে আর কেউ প্রতিদ্বন্দিতা করবেন না বলেই মনে করা হচ্ছে। আসন্ন ২০ সেপ্টেম্বর হবে সিএবির সাধারণ সভা। ভোট না হলে সদস্যদের সম্মতির ভিত্তিতেই সভাপতি বাছাই করা হবে। কিন্তু স্নেহাশীষ গাঙ্গুলীকে সরিয়ে দিয়ে সৌরভের (Sourav Ganguly) এই পদে আসার বিষয়টি অনেকেই পছন্দ করেছেন না।

প্রশাসক হিসেবে সফল সৌরভ-

নিজের ভাইয়ের জন্য দুশমন হলেন সৌরভ গাঙ্গুলী, পিঠে মারছেন ছুরি !! 3
Sourav Ganguly | Images: Getty Images

২০১৫ সালে প্রথম ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সচিব হয়েছিলেন বাংলার দাদা। এক‌ই বছর তিনি সিএবির সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০১৯ সাল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে নিজের দায়িত্ব পালন করেন মহারাজ। তার সময় বাংলা ক্রিকেটের অনেকটাই অগ্রগতি ঘটেছিল। তিনি ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণের পরিকাঠামোর উন্নতি করেন। ফলে রঞ্জি ট্রফিতে ভালো ফলাফল করেছিল বাংলা দল।

এরপর ২০২৯ সালে বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবে দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ২০২২ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এই প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তার সময় ঘরোয়া ক্রিকেটকে আর‌ও বেশি গুরুত্ব দেওয়া হয়। জাতীয় ক্রিকেট একাডেমিতে ভারতীয় ক্রিকেটারদের উন্নতমানের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করেন তিনি। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিসিসিআই (BCCI) সভাপতি থাকাকালীন প্রথম ভারতে দিন-রাতের টেস্ট শুরু করেন।

Read Also: ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *