সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল ফেলে দিয়েছেন মুম্বইয়ের তরুণ ব্যাটার সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে, বিশেষত রঞ্জি ট্রফিতে অভাবনীয় সব ইনিংস খেলছেন সরফরাজ। তাঁর পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠে যাচ্ছে বিশেষজ্ঞদের। অসামান্য খেলেও ভারতীয় দলের জার্সি পরার সৌভাগ্য এখনও অর্জন করতে পারেন নি সরফরাজ (Sarfaraz Khan)। দিনের পর দিন অসামান্য খেলেও কেনো দেশের হয় খেলার সুযোগ পাচ্ছেন না সরফরাজ সেই নিয়েই এখন জোর চর্চা চলছে। সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যম, প্রশ্ন তুলছেন সকলে। সরফরাজ (Sarfaraz Khan) নিজে জানিয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে তাঁকে রাখা হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু শেষ অব্দি শিকে ছেঁড়ে নি তাঁর ভাগ্যে। এমনকি অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলেও জায়গা হয় নি তাঁর। সরফরাজকে দিনের পর দিন বাইরে রাখার সিদ্ধান্তকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা ‘হাস্যকর’ বলেছিলেন। সমর্থন জানিয়েছেন জাতীয় দলের সদস্য রবিচন্দ্রণ অশ্বিনকেও (Ravichandran Ashwin)। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে অশ্বিন সরফরাজকে নিয়ে বলতে গিয়ে জানিয়েছিলেন, “সরফরাজ নির্বাচকদের দরজায় শুধু টোকা দেয় নি। বরং দরজাটাই জ্বালিয়ে দিয়েছে।” এবার আরও এক কিংবদন্তীকে পাশে পেলেন মুম্বইয়ের তরুণ। কলকাতায় সরফরাজের কাঁধে হাত রেখে তাঁকে ব্যাটিং-এর ব্যাকরণ শেখাতে দেখা গেলো প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়’কে (Sourav Ganguly)।
রঞ্জি ট্রফিতে চমকে দিয়েছেন সরফরাজ খান-

ব্যাট হাতে ২০১৯ এর পর থেকে ১০০’র তলায় নামে নি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড়। গত বছর রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে করেছিলেন ৯৮২ রান। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থান থাকা রজত পতিদারের (Rajat Patidar) থেকে ৩০০’র বেশী রানে এগিয়ে ছিলেন তিনি। মুম্বই ক্রিকেট সংস্থা থেকে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত প্রদর্শনের জন্য ৭টি পুরষ্কার পেয়েছেন তিনি। তার আগের মরসুমেও ৬ ম্যাচে করেছিলেন ৯২৮ রান। চলতি রঞ্জি মরসুমেও থামার নাম নিচ্ছেন না সরফরাজ (Sarfaraz Khan)। দিল্লীর বিরুদ্ধে শেষ রঞ্জি ট্রফির ম্যাচেও প্রথম ইনিংসে শতরান করেছেন তিনি। গোটা কেরিয়ারে ৩৭ ম্যাচে ৩৫০৫ রান করেছেন তিনি। শতরান করেছেন ১৩টি এবং অর্ধশতরান রয়েছে ৯টি। এছাড়াও দ্বিশতক এমনকি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার নতুন সংজ্ঞা লেখা সরফরাজ (Sarfaraz Khan) ব্যাটিং গড়ের দিক থেকে সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৭৯.৬৫। এক নম্বর স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। স্যার ডনের টেস্ট ব্যাটিং গড় যে ৯৯.৯৪, তা সকলেই জানেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৯৫.১৪। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন আরেক ভারতীয়, বিজয় মার্চেন্ট।
সৌরভের ক্লাসে মনোযোগী ছাত্র সরফরাজ-

গত বছর বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর আরও একবার ক্রিকেট প্রশাসনে ফিরতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় বা রাজ্য ক্রিকেট সংস্থায় নয় বরং সৌরভ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগ দিতে চলেছেন। দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির মালিকদের হাতে রয়েছে SA20 লীগের প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) দলের দায়িত্ব। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী টি-২০ লীগেও (UAE ILT20) দুবাই ক্যাপিটালস (Dubai Capitals) দলের মালিক তাঁরা। আইপিএলে দিল্লী ক্যাপিটালস (DC) দলের পাশাপাশি দুবাই এবং প্রিটোরিয়ার দলেরও ক্রিকেট প্রশাসনের মাথায় থাকবেন সৌরভ (Sourav Ganguly)। এমনটাই খবর সংবাদসংস্থা সূত্রে। দিল্লী ক্যাপিটালস দলের হয়েই আইপিএল খেলেন সরফরাজ (Sarfaraz Khan)। আজ তাদের আয়োজিত প্রস্তুতি শিবির ছিলো কলকাতায়। সেখানেই সরফরাজ’কে ব্যাটিং নিয়ে ‘টিপস’ দিতে দেখা গেলো বাংলার ‘মহারাজ’কে। রীতিমত ব্যাট হাতে তুলে নিয়ে ফ্রন্টফুটে গিয়ে কি করে শট মারতে হয় তা হাতেকলমে অনুজ ক্রিকেটারকে দেখালেন সৌরভ। বাধ্য ছাত্রের মতই দাঁড়িয়ে শুনতে দেখা গেলো সরফরাজকে (Sarfaraz Khan)। মাঝে মাঝে প্রশ্নও করছিলেন তিনি। তাঁর সকল প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সৌরভ। সরফরাজ ছাড়া এই শিবিরে ছিলেন ভারতের জয়ে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধূল’ও (Yash Dhull)। দিল্লীর তরুণকেও দেখা যায় সৌরভের সাথে দীর্ঘ আলোচনা করতে।
দেখে নিন সেই শিবিরের কিছু টুকরো দৃশ্য-
Delhi Capitals' Director of Cricket Sourav Ganguly worked with Sarfaraz Khan really closely during DC's camp in Kolkata ahead of #IPL2033. Yash Dhull among others were also present. @RevSportz @SGanguly99 @DelhiCapitals pic.twitter.com/ojtiO1mKgY
— Subhayan Chakraborty (@CricSubhayan) February 7, 2023