ভারত সফরে লিওনেল মেসি (Lionel Messi) আসার পর থেকে একাধিক বিতর্কিত ঘটনা আলোচনায় রয়েছে। ফুটবলের এই অন্যতম সেরা তারকা নিজের দেশে ফিরে গেছেন। কিন্তু বিতর্ক কিছুতেই থামতে চাইছে না। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভক্তদের ভাঙচুরের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দায় সরব হয়েছে ক্রীড়াক্ষেত্র। টিকিট কেটেও একবার মেসিকে না দেখতে পেয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে অসংখ্য সাধারণ জনতার। এই ঘটনার পিছনে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) হাত রয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন এক আর্জেন্টাইন ভক্ত। এবার তার বিরুদ্ধে এফআইআর করলেন মহারাজ।
Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!
রণক্ষেত্রে পরিণত হয় যুবভারতী-

গত শুক্রবার ভোর-রাতে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন ইন্টার মিয়ামির (Inter Miami) সতীর্থ প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি’পল (Rodrigo De Paul)। শনিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শক টিকিট কেটে অপেক্ষা করছিলেন। সঠিক সময় ফুটবলের রাজপুত্র স্টেডিয়ামে প্রবেশ করেন।
কিন্তু তাকে ঘিরে ছিল নিরাপত্তার চাদর। এছাড়াও আয়োজক সদস্যরা এবং নেতা মন্ত্রী সহ তাদের পরিবারদের ভিড়ে মেসি রীতিমতো ঢাকা পড়ে যান। সেলফি তোলার জন্য এই তারকা ফুটবলারের কাছে চলে যান অনেকেই। নিরাপত্তার কারণে কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন বিশ্বকাপ জয়ী ফুটবলার। এর ফলে স্টেডিয়ামে বসে থাকা সাধারণ ভক্তরা তাদের স্বপ্নের নায়ককে এক ঝলকও দেখতে পাননি। এরপরই তারা বিক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামে ভাঙচুর চালান। আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করেন তারা।
FIR করলেন সৌরভ-

যুবভারতীর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই দিন স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলীও (Sourav Ganguly) উপস্থিত ছিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কও কার্যত বিক্ষোভের মুখে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। কেন হাজার হাজার টাকার টিকিট কেটেও ভক্তরা বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে পেলেন না তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। রাজ্যের ডিজি রাজীব কুমারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যেই এক সাক্ষাৎকারে কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা বিস্ফোরক মন্তব্য করে বসেন।
তিনি উল্লেখ করেন যে মেসিকে ভারতে নিয়ে আসার অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের পিছনে সৌরভ গাঙ্গুলীর হাত রয়েছে। উল্লেখ্য যুবভারতীর ঘটনার জন্য শতদ্রু ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন। এবার মেসি ভক্তের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে লালবাজারে মেল করে অভিযোগ জানিয়েছেন মহারাজ। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়ে যে সৌরভকে ‘চিটিংবাজ’ বলা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে স্পষ্ট করা হয়েছে। ৫০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়ে সৌরভ গাঙ্গুলী দাবি করেছেন যে অবিলম্বে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধানের মন্তব্য সোশ্যাল মিডিয়া সহ সমস্ত জায়গা থেকে ডিলিট করতে হবে।