ভূতের খপ্পরে সৌরভ গাঙ্গুলী, পুরো বাড়ি জুড়ে অশরীরী আত্মার বাস - ফাঁস হলো বড়ো তথ্য !! 1

ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তার নেতৃত্ব দেওয়ার আগ্রাসী কৌশল ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছে। তিনি বিদেশের মাটিতে চোখে চোখ রেখে দেশের হয়ে লড়াই করেছেন। নতুন প্রজন্মকে দিয়েছেন হার না মানার আত্মবিশ্বাস। আজ বাংলার অন্যতম গর্ব সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ৫৩ তম জন্মদিন। এই সাহসী অধিনায়ক‌ একবার পড়েছিলেন ভূতের খপ্পরে। নিজেই প্রকাশ করেছিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সেই ঘটনাই তুলে ধরা হলো।

Read More: TOP3: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!

ভূতের খপ্পরে সৌরভ-

ভূতের খপ্পরে সৌরভ গাঙ্গুলী, পুরো বাড়ি জুড়ে অশরীরী আত্মার বাস - ফাঁস হলো বড়ো তথ্য !! 2
Sourav Ganguly | Images: Getty Images

বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়ার পর ২০০২ সালে ওডিআই সিরিজের জন্য ইংল্যান্ড সফর করেছিলাম। এই সময় ব্লু ব্রিগেডদের লুমলি ক্যাসেল হোটেলে রাখা হয়েছিল। অধিনায়ক হ‌ওয়ার কারণে হোটেলের সবচেয়ে বড়ো ঘরটি পেয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। এই ঘরেই ভারতের প্রাক্তন অধিনায়ক ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন। ‘দাদাগিরি’র মঞ্চে এই অভিজ্ঞতা তিনি সকলের মধ্যে ভাগ করে নেন।

সৌরভ (Sourav Ganguly) বলেন, “আমি রাতে আলো বন্ধ করে ঘুমাচ্ছিলাম। ঘুমানোর পর আচমকা বাথরুম থেকে জল পড়ার শব্দ আসে। উঠে দেখি সবকটি কল খোলা আছে। আমি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর চারটে নাগাদ আবার বাথরুমে জল পড়ার শব্দ কানে ভেসে আসে। এরপর রিসিপশনে বিষয়টি জানিয়েছিলাম কিন্তু কোন সাহায্য পাইনি। পরে সকালবেলা হোটেলের ম্যানেজার আমায় বলেছিলেন এই ঘরেই ১৪ বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন।” এই ঘটনার বিবরণ ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

‘দাদাগিরি’ করবেন না সৌরভ-

ভূতের খপ্পরে সৌরভ গাঙ্গুলী, পুরো বাড়ি জুড়ে অশরীরী আত্মার বাস - ফাঁস হলো বড়ো তথ্য !! 3
Sourav Ganguly | Images: Getty Images

২০০৯ সাল থেকে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘দাদাগিরি’ অনুষ্ঠানটি। এটি এখনও পর্যন্ত বাংলার অন্যতম জনপ্রিয় এই কুইজ শো। দাদাগিরিতে সঞ্চালনা করে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) জনপ্রিয়তা আর‌ও বৃদ্ধি পেয়েছে। তিনি পৌঁছে গেছেন বাংলার প্রতিটি ঘরে ঘরে। তবে আর ভারতের প্রাক্তন অধিনায়ক এই জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশগ্রহণ করবেন না বলে খবর সামনে এসেছে। তিনি জি বাংলার সাথে নতুন করে কোনো চুক্তি করেননি।

সূত্র অনুযায়ী সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) স্টার জলসার সঙ্গে ৪ বছরের জন্য চুক্তি করেছেন। ১২৫ কোটি টাকার বিনিময়ে এই চুক্তি করেছেন বলে জানা গেছে‌। সূত্র অনুযায়ী তিনি নতুন চ্যানেলে বাংলার বিগ বস এবং নতুন একটি কুইজ অনুষ্ঠানে সঞ্চালনা করবেন। পুজোর পর থেকে এই দুই অনুষ্ঠানের শুটিং শুরু হবে। ফলে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) দেখার জন্য এখন থেকেই ভক্তরা মুখিয়ে আছেন। এর সঙ্গে মহারাজের বায়োপিকের শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ভারতীয় প্রাক্তন এই সফল অধিনায়কের চরিত্র অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও (Rajkumar Rao)।

Read Also: TOP 3: কোনো ভাবেই ‘ক্যাপ্টেন কুল’ নন MS ধোনি, তিন মুহূর্ত যখন ক্ষোভে ফেটে পড়েছিলেন কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *