ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। বারবার বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও যেভাবে ফিনিক্স পাখির মত প্রত্যাবর্তন ঘটিয়েছেন নিন্দুকদের চুপ করিয়ে, তাকে কুর্নিশ না করে পারেন না কোনো ক্রিকেটপ্রেমীই। ২০০০ সালে যখন দেশের অধিনায়ক নির্বাচিত হন, তখন গড়াপেটার কালো ছায়া গ্রাস করেছে দল’কে। সেই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে নতুন করে টিম ইন্ডিয়াকে জিততে শিখিয়েছিলেন তিনি। লম্বা কেরিয়ার শেষে অবসর নিয়েছেন বছর ১৫ আগে। তবুও আজও সৌরভ (Sourav Ganguly) রয়ে গিয়েছেন লাইমলাইটে। একই সাথে সংবাদমাধ্যমের কেন্দ্রে রয়েছেন তাঁর স্ত্রী ডোনা ও কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)।
Read More: Pakistan Cricket Team: বিশ্বকাপে হারতেই অবসর নিলেন পাকিস্তানের ‘বিরাট’, হৃদয় ভাঙলো কোটি-কোটি ফ্যান্সের !!
বাংলা থেকে যতজন ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে সফলতম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলা ও বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁর নাম।
২০০০ থেকে ২০০৫ অবধি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সৌরভের অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়ার রশি চেপে ধরে ভারত। ২০০৩ সালে খেলে বিশ্বকাপ ফাইনাল। তিনি জাতীয় দলের শ্রেষ্ঠতম অধিনায়কদের একজন।
ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রশাসক হিসেবে দ্বিতীয় ইনিংস খেলেছেন সৌরভ। সামলেছেন সিএবি এমনকি বিসিসিআই-এর দায়িত্ব’ও।
সৌরভের ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে আগ্রহ। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় সৌরভ ভক্তদের আলোচনার কেন্দ্রে জায়গা করে নেন কন্যা সানা’ও (Sana Ganguly)।
পড়াশোনার জন্য কন্যাকে লন্ডনে পাঠিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে দিনকয়েক আগে স্নাতক ডিগ্রী লাভ করেছেন তিনি।
লন্ডনে কন্যার কনভোকেশন অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন সৌরভ। সঙ্গী ছিলেন সহধর্মিনী ডোনা গঙ্গোপাধ্যায়’ও (Dona Ganguly)। ডিগ্রী লাভের সঙ্গে সঙ্গেই চাকরিও পেয়ে গিয়েছেন সৌরভ তনয়া।
এক সাক্ষাৎকারে গর্বিত পিতা সৌরভ নিজেই জানিয়েছেন যে এক বহুজাতিক সংস্থায় বিপুল বেতনের চাকরি পেয়েছেন সানা (Sana Ganguly)।
সৌরভ জানিয়েছেন সানা যে সংস্থায় যোগ দিয়েছেন, তারা মূলত কাজ করে ‘আর্টিফিশিয়ান ইনটেলিজেন্স’ (AI) বা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে।