সৌরভ গাঙ্গুলির পিঠে ছুড়ি মারলেন জয় শাহ, এক নিমেষে স্বপ্ন হলো ছারখার !! 1

Sourav Ganguly: অবশেষে আইসিসির মনসদে বসলেন জয় শাহ (Jay Shah)। ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ পালন করে এসেছেন জয় শাহ, এবার পালা আইসিসির মনসদে গুরুদায়িত্ব পালনের। তবে আইসিসির চেয়ারম্যান পদে বসতে শুরু হয়েছে সমালোচনা, বেশ কিছু নেটিজেনদের দাবি জয় শাহ ক্ষমতার ব্যাবহার করেই আইসিসির প্রধান হয়েছেন। এমনকি বাংলার সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) আইসিসির চেয়ারম্যান হওয়ার সুযোগ তার কারণেই ভেস্তে গিয়েছিল।

আজ থেকে ঠিক দুই বছর আগে, অর্থাৎ ২০২২-সাল নাগাদ সৌরভের সামনে এসেছিল আইসিসির শীর্ষপদে বসার। তবে সেসময় সাহায্যের হাত বাড়িয়ে দেননি জয় শাহ’রা। যে কারণে বাংলার মহারাজের পক্ষে বড় পদে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি। ২০১৯ সালে একই সাথেই বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI-এর দুই শীর্ষ পদের দায়িত্ব পালনের সুযোগ এসেছিল জয় শাহ (Jay Shah) এবং সৌরভ গাঙ্গুলির হাতে (Sourav Ganguly)। সৌরভ গাঙ্গুলি পেয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্টের পদ এবং সচিব হয়েছিলেন জয় শাহ।

Read More: “পাকিস্তানের দুর্দিন শুরু…” আইসিসির চেয়ারম্যান পদে বসতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং জয় শাহ !!

সৌরভের পিঠে ছুড়ি মেরেছিলেন জয়

Jay Shah and Sourav Ganguly , bcci
Jay Shah and Sourav Ganguly | Image: Getty Images

জয় ও সৌরভের তিন বছরের মেয়াদ ফুরিয়েছিল ২০২২ সালে। সেসময় সরে দাঁড়াতে হয়েছিল সৌরভকে। পূর্ব কোনো নির্দেশনা না থাকায় সৌরভের প্রেসিডেন্ট পদে চুক্তি সম্প্রসারিত করা হয়নি। তবে জয় শাহের ক্ষেত্রে দেখা গিয়েছিল নতুন নিয়ম। তিনি দ্বিতীয় বারের জন্য বিসিসিআইয়ের সচিব পদে আবার বসেন এবং ভারতীয় সাবেক ক্রিকেটার রজার বিনিকে (Roger Binny) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে সেসময় গুঞ্জন শোনা গিয়েছিল যে, বিসিসিআই’এর কোনো পদ না পেলেও আইসিসির দায়িত্ব পালনের সুযোগ আসবে সৌরভের কাছে।

এমনকি তৎকালীন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে’রও (Greg Barclay) প্রথম দফার মেয়াদ ফুরিয়ে গিয়েছিলো। সুযোগ থাকলেও সৌরভ গাঙ্গুলির নাম মনোনীত করেনি বিসিসিআই। যে কারনে দ্বিতীয়বারের জন্য আবার বার্কলে আইসিসির প্রধান হয়ে ওঠেন এবং সৌরভ বিসিসিআই ছাড়ার পর সিএবির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে, জয় শাহের কথা বলতে গেলে ভারতীয় ক্রিকেটের সচিবের পদ পালনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রধান হয়ে ওঠেন, তৃতীয় বারের জন্য চেয়ারম্যান হতে অস্বীকার জানান গ্রেগ বার্কলে, যে কারণে আজ থেকে আইসিসির মনসদে বসার সুযোগ পেলেন জয় শাহ।

Read Also: Sourav Ganguly: RCB ভক্তদের জন্য সুসংবাদ, দলের মেন্টর রূপে এন্ট্রি নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *