ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমি অবৈধভাবে দখলের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এই ব্যাপারে তৎপরতা শুরু করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাতে আসামি বলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অনৈতিক কাজের বিরোধিতা করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদিও সৌরভের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি।
সৌরভের জমি অবৈধভাবে দখলের চেষ্টা !
বাংলার দক্ষিণ ২৪ পরগনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি বেআইনিবাবে দখলের অভিযোগ উঠেছে। সৌরভের ব্যক্তিগত সহকারী তানিয়া ভট্টাচার্য এই অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও বলেন, “অভিযুক্ত ও তার সহযোগীরা তালা ভেঙে ভেতরে ঢুকে জমি দখলের চেষ্টা করছে। এই জমি অসামাজিক কাজে ব্যবহার করতে চায় এসব লোকজন। সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা এই লোকদের বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।”
সৌরভ গাঙ্গুলীর সহকারী তানিয়াও অভিযোগে বলেছেন, এই জমিতে একটি স্কুল নির্মাণের কথা থাকলেও অভিযুক্তরা তা দখলের চেষ্টা করছে। এই জমির নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিকেও ফোনে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ হিসাবে সুপ্রিয় ভৌমিকের হুমকি ফোন কল রেকর্ডিংও হস্তান্তর করা হয়েছে।
জমিতে স্কুল করতে চান সৌরভ
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি স্কুলের মাঠে মদ পান করতেন। এর আগে অভিযুক্ত তার বন্ধুদের নিয়ে জানালা কেটে সেখানে প্রবেশ করেছিল। অভিযুক্তকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে পুলিশের ডেপুটি সুপার নিরুপম ঘোষ বলেন, “আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি অবৈধ দখলের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে থানায় ডাকা হয়েছে। আমরা তদন্ত করে এই বিষয়ে পদক্ষেপ নেব।”
Also Read: ENG vs AUS: “আমরা তোমাকে টিভিতে কাঁদতে দেখেছি”, স্টিভ স্মিথকে চরম উপহাস অলি রবিনসনের !! দেখুন ভিডিও