"অকারণে বাদ দেওয়া হচ্ছে ..", শামি জায়গা না পাওয়ায় অজিত আগরকরকে আক্রমণ সৌরভ গাঙ্গুলীর !! 1

প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তাদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। আবার অনেক এমন ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও দেশের জার্সিতে কামব্যাক করতে পারছেন না। তাদের মধ্যে মহম্মদ শামি (Mohammed Shami) অন্যতম একটি নাম। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর তিনি পুরনো ছন্দে আবারও ফিরেছেন। তার দেশের হয়ে সুযোগ না পাওয়ার বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: “ব্যাটে-বলের বাজিমাত..”, ১০১ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ভারতীয় দলকে !!

শামির কামব্যাক-

শামি
Mohammed Shami | Image: Twitter

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ শামি। তিনি বাংলাদেশের বিপক্ষে ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছে রীতিমতো জ্বলে উঠেছিলেন। কিন্তু তারপর পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে ম্যাচ চলাকালীন হাঁটুতে ব্যথা অনুভব করেন। এরপর চোটের কারণে ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। আবারও সুস্থ হয়ে বর্তমানে ঘরোয়া ক্রিকেটের দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা।

বাংলার হয়ে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) এখনও পর্যন্ত ৪ ম্যাচে ২০ টি উইকেট সংগ্রহ করেছেন। সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali) ট্রফিতেও বল হাতে রীতিমতো জ্বলে উঠেছেন। ৭ ম্যাচে এই টুর্নামেন্টে সংগ্রহ করেছেন ১৬ টি উইকেট। তারপরেও শামি জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। নির্বাচকদের ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।

সৌরভ গাঙ্গুলীর মন্তব্য-

শামি
Mohammed Shami | Image: Getty Images

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হয়ে সমালোচনার মুখে পড়ে। এছাড়াও ওডিআই সিরিজে বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna), আর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানারা (Harshit Rana) প্রভাব ফেলতে পারেননি। তারপরেও কেন মহম্মদ শামিকে (Mohammed Shami) জাতীয় দলে ফিরিয়ে আনা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে এবার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন। তিনিও মনে করছেন জাতীয় দলে এই তারকা পেসারের ফিরে আসা উচিত।

ভারতের প্রাক্তন এই অধিনায়ক বলেন, “আমি নিশ্চিত যে নির্বাচকরা বিষয়টি ভেবে দেখছেন। অবশ্যই মহম্মদ শামির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। যদি আপনি ফিটনেস এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বলব আমি যে শামিকে চিনি বর্তমানে তিনি সেইরকম অবস্থায় আছে। কোনো কারণ দেখতে পাচ্ছি না কেন তাকে ওডিআই টেস্ট এবং টি-টোয়েন্টিতে জাতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না। সে সত্যিই ফর্মে রয়েছে।” উল্লেখ্য এখনও পর্যন্ত শামি জাতীয় দলের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচে ২২৯ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১০৮ টি ওডিআই ম্যাচে মোট ২০৬ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: “নিজের থেকেও দেশ সবার আগে..”, দঃ আফ্রিকার বিপক্ষে ম্যাচের সেরা হয়ে বিস্ফোরক হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *