প্রতি বছর আইপিএল (IPL 2026) ক্রিকেট মঞ্চে নতুন দৃষ্টান্ত তৈরি করে। এই টুর্নামেন্টের আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। সম্প্রতি মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির কর্মকর্তারা একের পর এক চমক দিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারা একাধিক বিদেশি তারকাকে দলে এনেছে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে নিলামে অন্যতম মুখ ছিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন এই অধিনায়ক এক সময় কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার তাকে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কিনতে দেখা গেল।
Read More: Top 3: এই ৩ কারণে আসন্ন T20 বিশ্বকাপ জিততে পারবে না টিম ইন্ডিয়া !!
কলকাতা দল কিনলেন সৌরভ-

সম্প্রতি খবর সামনে এসেছিল যে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম মালিক মেহেতা গ্ৰুপ তাদের দখলে থাকা কিছু অংশ বিক্রি করতে চাইছে। এই আবহে নাইটদের আরও এক নতুন মালিক আসাতে চলেছে বলে জল্পনা তৈরি হয়। এর মধ্যেই এবার কলকাতা দল কিনে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) রীতিমতো চমক দিলেন। JSW Sports’এর ডিরেক্টর অফ ক্রিকেট হলেন সৌরভ। ফলে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন।
এবার মহারাজ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হলেন। আইএসপিএল (ISPL 2026)’এর টাইগার্স অফ কলকাতার (Tigers Of Kolkata) অন্যতম কর্ণধার হলেন বাংলার দাদা। টেনিস বলের টুর্নামেন্টকে উৎসাহিত করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি টাইগার্স অফ কলকাতার মেন্টর এবং অন্যতম কর্ণধার হিসেবে নতুন এক যাত্রায় অংশগ্রহণ করে খুবই উৎসাহিত।
টেনিস বলের ক্রিকেট সত্যিই খুবই জনপ্রিয়। কলকাতা তথা পূর্ব ভারতে বহু স্থানীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আমি চাই ক্রিকেটাররা তাদের স্বাভাবিক খেলাটা খেলে চ্যাম্পিয়ন হোক। আমি তাদের সমস্তরকমভাবে সাহায্য করবো এবং উন্নতি করার জন্য সমস্ত দিকটা মাথায় রাখব। সফলতা পাওয়ার জন্য ধৈর্য্য, ভরসা এবং চিন্তাধারা সঠিক রাখা উচিত। আমাদের সেটাপে এই সবকিছু রয়েছে। তার অংশ হতে পেরে আমি খুবই খুশি।”
মেসি’কান্ডে জড়ায় সৌরভের নাম-

কলকাতায় লিওনেল মেসির আসা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা ছিল। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে এই তারকা ফুটবলার প্রবেশ করার পর তাকে ঘিরে থাকেন আয়োজকরা। রাজ্যের মন্ত্রী সহ তাদের পরিবারের অসংখ্য সদস্যের মধ্যে মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি কিছুক্ষণের থেকেই মাঠ ছাড়েন। এরপরই তারকা ফুটবলারকে দেখতে না পেরে উন্মুক্ত জনতা ভাঙচুর চালায়। টিকিটের দুর্নীতি নিয়েও ওঠে প্রশ্ন।
প্রধান আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়। এই ঘটনার পিছনে সৌরভ গাঙ্গুলীর হাত রয়েছে বলে অভিযোগ তোলেন কলকাতার আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান ক্লাবের প্রধান। তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ করেন মহারাজ। কোটি টাকার মানহানির মামলা পর্যন্ত করা হয়েছে।