ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অন্যতম। তার সময়কালে ভারতীয় দল বিপক্ষদের চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছে। তিনি জাতীয় দলকে নতুন রূপে নির্মাণ করেছিলেন। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আসন্ন ৮ জুলাই ৫৩ বছর বয়সে পা দিতে চলেছেন। এর মধ্যেই বাংলার মহারাজার বায়োপিকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। ৮ জুলাই ভক্তদের জন্য সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) উপহার রীতিমতো চমক দিতে চলেছে।
Read More: “বুমরাহ’র ঘর ভাঙছে…” পেস তারকার সাথে রহস্যময়ী তরুণীর ছবি ভাইরাল, হইচই নেটদুনিয়ায় !!
আসছে বায়োপিকের ট্রেলার-
সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ভারতীয় প্রাক্তন অধিনায়কের জীবনের উত্থান-পতনের লড়াই বড়ো পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। সৌরভের চরিত্রে কোন বলিউড তারকা অভিনেতা অভিনয় করতে চলেছেন তা নিয়েও একাধিক জল্পনা চর্চায় উঠে এসেছিল। সামনে এসেছিল রনবীর কাপুর (Ranbir Kapoor), আয়ুষ্মান খুরাণার (Ayushman Khurana) নাম। তবে শেষ পর্যন্ত রাজকুমার রাওকে (Rajkumar Rao) সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) চরিত্রে দেখা যাবে।
এই সিনেমাটির পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে (Vikramaditya Motwane)। তার তৈরি ওয়েবসিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সাম্প্রতিক সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকের শুটিং পুরো দমে শুরু হবে এই মাসের শেষের দিক থেকে। কিন্তু ইতিমধ্যেই বিক্রমাদিত্য একটি মিনি ট্রেলার বানিয়ে ফেলেছেন। সূত্র অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ৫৩ তম জন্মদিনে সেই টিজার প্রকাশ করা হবে। ফলে ভারতীয় প্রাক্তন অধিনায়কের চরিত্রে রাজকুমার রাওকে কেমন লাগবে তা দেখার জন্য ভক্তরা মুখিয়ে আছেন।
ডোনা গাঙ্গুলীর চরিত্রে মিমি-
ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই সিনেমার বেশিরভাগ শুটিং কলকাতা এবং লন্ডনে হবে বলে জানা যাচ্ছে। তবে সবচেয়ে বড়ো প্রশ্ন ছিল মহারাজের সহধর্মিনীর চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে। সূত্র অনুযায়ী টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভবত এই অভিনেত্রীকেই এবার রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) বিরুদ্ধে অভিনয় করতে দেখা যাবে।
অন্যদিকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর একাধিক ভূমিকায় তাকে সফলভাবে কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে। তিনি বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছিলেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ৩১১ টি একদিনের ম্যাচে মোট ১১,৩৬৩ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ১১৩ টি টেস্ট ম্যাচে সৌরভের ৭২১২ রান সংগ্রহে আছে।