ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে আসছেন রিচা ঘোষ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য !! 1
Richa Ghosh | Image: Twitter

বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সাফল্য বাঙালি ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এরপর ঝুলন গোস্বামী (Jhulan Goswami) মহিলা ক্রিকেটে নিজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে সম্প্রতি রিচা ঘোষ (Richa Ghosh) অনন্য নজির স্থাপন করেছেন। এই বঙ্গ তনয়ার সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। গত শুক্রবার তিনি নিজের শহরে ফিরেছেন। এরপর থেকে একাধিক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মান জানানো হয় বিশ্বকাপ জয়ী তারকাকে। এর মধ্যেই এবার তার ভারতীয় দলের অধিনায়ক হ‌ওয়ার সম্ভবনার খবর সামনে এল।

Read More: পুলিশের বড়ো পদে রিচা ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সন্মান বিশ্বকাপ জয়ীকে !!

বিশ্বকাপ জয়ে রিচার অবদান-

রিচা
Richa Ghosh | Image: Getty Images

এই বছর মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় দল সামনে থেকে লড়াই করে। এই দলের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন রিচা (Richa Ghosh)। তিনি নিচের দিকে ব্যাট করতে এসে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে আত্মবিশ্বাস দিয়েছিলেন। ফাইনালে গুরুত্বপূর্ণ সময় তার ব্যাট থেকে এসেছিল ২৪ বলে ৩৪ রান। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪০’এর ওপর। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন রিচা।

তিনি মোট ১২ টি ছয় মারেন। টুর্নামেন্টে ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৩৫ রান‌। বিশ্বকাপ জয়ের পর এই বঙ্গ তনয়া দলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেছিলেন। এরপর গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার হাতে একাধিক সম্মান তুলে দেন। পুলিশের অন্যতম সম্মানীয় পদ ডিএসপি পদেও চাকরিও দেওয়া হয়েছে রিচাকে।

অধিনায়কের পদে রিচা-

ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে আসছেন রিচা ঘোষ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য !! 2
Richa Ghosh | Image: Getty Images

গতকাল ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ও ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ভারতের হয়ে ২৫ টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ঝুলনের। আরও এক বাঙালি কন্যা ভারতীয় ক্রিকেটের অধিনায়কের দায়িত্বে আসতে পারেন বলে আশা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “রিচা ৬ নম্বর স্থানে বিশ্বকাপে কঠিন জায়গায় দলের হয়ে হাল ধরেছিল।

আমি বিশ্বাস করি সে একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। আশা করি আমরা একদিন প্রশংসার সঙ্গে বলতে পারব রিচা (Richa Ghosh) ভারতীয় দলের অধিনায়ক।” উল্লেখ্য বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরের বয়স ৩৬ বছর। ফলে আগামী কয়েক বছরের মধ্যে তার অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রিচা ঘোষের মতো দৃঢ়চেতা উইকেটকিপার ব্যাটসম্যানের নেতৃত্বের দায়িত্ব আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: মহিলা বলেই কি বৈষম্য? বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‘ভিক্টরি প্যারেড’ নিয়ে বিতর্কে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *